এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন গ্যারান্টি সহ A+
আপনি কি এইচএসসি জীববিজ্ঞান ২য় সাজেশন খুঁজছেন? তাহলে আপনারা একদম সঠিক জায়গাতে এসেছেন আজকের এই আর্টিকেলে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। এই সাজেশন অনুসারে পড়াশোনা করে আপনারা শিক্ষার্থীবৃন্দ গণ ১০০% গ্যারান্টি সহ পরীক্ষাতে এ প্লাস পেয়ে যাবেন।
কথায় রয়েছে গাধার মত পরিশ্রম না করে ঘোড়ার মত বুদ্ধিমতি হতে কারণ যদি আপনি সাজেশন অনুসারে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়েন তাহলে খুব অল্প পড়ার মাধ্যমে আপনারা পরীক্ষাতে এ প্লাস পেয়ে যাবেন আসলে আমরা দেখে নেই এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন।
এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন গ্যারান্টি সহ A+
আজকের এই আর্টিকেলে খুব অল্প সময়ের মধ্যে এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন সম্পন্ন করব এবং এই সাজেশনটি দ্রুত খাতা বের করে খাতায় নোট করে ফেল। কারণ তোমাদের এই সাজেশন থেকেই পরীক্ষা দেয় প্রশ্ন করা হবে। এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশন এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে ।
যারা এখনো পর্যন্ত জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশন সংগ্রহ করতে পারোনি তারা দ্রুত এই ওয়েবসাইটে এইচএসসি জীববিজ্ঞান লিখে সার্চ করে জীববিজ্ঞান প্রথম পত্র সাজেশন সংগ্রহ করে নাও এবার চলো ঝটপট দেখে নেই এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন।
এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষার টোটাল প্রশ্ন করা হবে ৮ টি এবং এই আটটি সৃজনশীল প্রশ্ন এর মধ্য থেক শিক্ষার্থীদেরকে উত্তর দিতে হবে মাত্র পাঁচটি প্রশ্নের। এই পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে তোমরা ৫০ মার্ক পেয়ে যাবে পাশাপাশি রয়েছে ২৫ মার্কের এমসিকিউ এবং ২৫ মার্কেট প্রাকটিক্যাল।
অর্থাৎ তোমাদের এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষাতে টোটাল ১০০ মার্কের প্রশ্ন করা হবে যেখানে লিখিত থাকছে ৫০ মার্কের এবং প্র্যাকটিক্যাল ও এমসিকিউ মিলিয়ে বাকি ৫০ মার্ক পাওয়া যাবে।। এখন তোমরা প্রশ্ন করতে পারো কোন পাঁচটি অথবা কোন ছয়টি অধ্যায় থেকে পাঁচটি সৃজনশীল প্রশ্ন করা হবে?
যেহেতু বইয়ের টোটাল অধ্যায় দেওয়া রয়েছে টোটাল ১২ টি। পরীক্ষাতে প্রশ্ন আসবে কয়টি? মাত্র ৮ টি সৃজনশীল। অতএব প্রতিটি অধ্যায় থেকেই প্রশ্ন করা হবে না শুধুমাত্র গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আটটি সৃজনশীল প্রশ্ন করা হবে সেই আটটি প্রশ্ন এর মধ্যে থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে মাত্র ৫ টি সৃজনশীল প্রশ্নের।
এখন পাঁচটি সৃজন শীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বারটি অধ্যায় পড়ার কোন প্রয়োজন নেই তোমরা পড়বে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। এখন তোমার প্রশ্ন করতে পারো তাহলে কোন কথা গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায় গুলো পড়লে আমরা পরীক্ষাতে ১০০% গ্যারান্টি সহ এ প্লাস অর্জন করতে পারব
তাও আবার অল্প পড়ার মাধ্যমে? আজকের এই আর্টিকেলটা ধীরে ধীরে আমরা প্রতিটি অধ্যায় সম্পর্কে আলোচনা করবো কোন অধ্যায় গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের এইচএসসি ২০২৫ পরীক্ষায় কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে। চলো প্রথমেই আমরা দেখে নেই এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের মোট অধ্যায় সম্পর্কে।
এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের মোট অধ্যায়
এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের মোট অধ্যায় রয়েছে ১২টি। ১২ টি অধ্যায় থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হবে না পরীক্ষাতে প্রশ্ন হবে মাত্র আট থেকে নয়টি চ্যাপ্টার থেকে। নিচে দেখো এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তালিকা দেওয়া রয়েছে।
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস
প্রাণের পরিচিতি
মানব শরীর তত্ত্ব: পরিপাক ও শোষণ
মানব শরীর তত্ত্ব: রক্ত সংবহন
মানব শরীর তত্ত্ব: শোষণ ও শ্বাসক্রিয়া
মানব শরীর তত্ত্ব: বর্জ্য ও নিষ্কাশন
মানব শরীর তত্ত্ব: চলন ও অঙ্গ চলনা
মানব শরীর তত্ত্ব: সমন্বয় ও নিয়ন্ত্রণ
মানব জীবনের ধারাবাহিকতা
মানবদেহের প্রতি রক্ষা
জিন তত্ত্ব ও বিবর্তন
প্রাণীর আচরণ
এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের সবচেয়ে সেরা সাজেশন
এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের সবচেয়ে সেরা সাজেশন সম্পর্কে জানতে চাও? থেকে তোমরা জানতে পারবে তোমাদের কোন অধ্যায় গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে যদি তুমি আগেই জেনে যাও যদি আমার পরীক্ষা থেকে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে
তাহলে তুমি শুধুমাত্র পড়ে পড়ে পরীক্ষা তো ভালো ফলাফল অর্জন করতে পারবে। বেশিরভাগ শিক্ষার্থীরা যেই ভুলটি করে তারা কোন ধরনের সাজেশন পড়া ছাড়াই নিজের ইচ্ছামত পড়া শুরু করে এবং অতিরিক্ত অধ্যায়গুলোও পড়া শুরু করে। যে অধ্যায়গুলো থেকে কোন ধরনের প্রশ্ন আসে না অযথায় শুধুমাত্র পড়া হয় এবং সে অধ্যায়গুলো পড়ার কারণে
গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বাকি পড়ে যায় যার কারণে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয় না তাই আমরা আজকের এই আর্টিকেলে তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় গুণগুলো এবং সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে
কোন অধ্যায়গুলো থেকে তাহলে তুমি শুধুমাত্র সে অধ্যায় গুলো পড়ে পরীক্ষাতে ১০০% গ্যারেন্ট সহ ফলাফল অর্জন করতে পারবে। নিচে দেখো এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের সবচেয়ে সেরা সাজেশন দেওয়া হল
- প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ***
- প্রাণের পরিচিতি ***
- মানব শরীর তত্ত্ব: পরিপাক ও শোষণ **
- মানব শরীর তত্ত্ব: রক্ত সংবহন **
- মানব শরীর তত্ত্ব: শোষণ ও শ্বাসক্রিয়া**
- মানব শরীর তত্ত্ব: বর্জ্য ও নিষ্কাশন**
- মানব শরীর তত্ত্ব: চলন ও অঙ্গ চলনা**
- জিন তত্ত্ব ও বিবর্তন**
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এবং প্রাণের পরিচিতি এই দুইটি অধ্যায় তোমরা প্রত্যেকে নিশ্চয়ই পড়েছ এবং এই দুইটি অধ্যায় থেকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষায় সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন আসবে। তোমরা যেটা জানতে চাও যে তোমাদের জীববিজ্ঞান পরীক্ষাতে কোন কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে।
তাহলে তোমরা উপরের এই সবচেয়ে সেরা সাজেশনটি খাতায় নোট করে ফেলো এখানে দেওয়া রয়েছে যে শুধুমাত্র উপরের দুইটি অধ্যায়ে প্রানের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এবং প্রাণের পরিচিতি এই দুইটি অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই দুইটি অধ্যায় থেকে তোমাদের এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাতে তিনটি সৃজনশীল প্রশ্ন আসবে।
এই দুইটি অধ্যায় থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন তোমরা ১০০% গ্যারান্টি সহখ্যাত দেখতে পারবে। অর্থাৎ যদি তোমরা এই দুইটি অধ্যায় খুব ভালোভাবে পড়ো তাহলে পাশাপাশি আর অন্য দুইটি অথবা তিনটি অধ্যায় পরের প্রয়োজন হবে এবং এই চারটি অথবা 5 টি অধ্যায় পড়েই তোমরা পরীক্ষাতে ১০০ পার্সেন্ট গ্যারান্টি সহ এ প্লাস পেয়ে যাবে।
এভাবে একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করলে খুব অল্প পড়ার মাধ্যমেও কিন্তু পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। মানব শরীর অর্থ থেকে পরিপাক ও শোষণ, রক্ত সঞ্চালন, শ্বাসক্রিয়া ও শ্বসন এবং চলন ও অঙ্গ চলনা এই চারটি অধ্যায় থেকে একটি একটি করে চারটি সৃজনশীল প্রশ্ন পরীক্ষাতে আসবে।। পাশাপাশি 11 নম্বর চ্যাপ্টার রয়েছে জীবনতত্ত্ব ও বিবর্তন
এই অধ্যায়টি থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসবে অর্থাৎ এই পাঁচটি অধ্যায় থেকে তোমাদের পাঁচটি সৃজনশীল প্রশ্ন হবে পাশাপাশি ওপরের দুইটি অধ্যায় থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন আসবে এই মোট তোমাদের আটটি সৃজনশীল প্রশ্নের সবচেয়ে সেরা সাজেশন। তোমরা ১০০ পার্সেন্ট গ্যারান্টি সহ নিশ্চিত থাকো যে এই সাজেশন অনুসারী
তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাতে প্রশ্ন করা হবে এখন প্রশ্ন হচ্ছে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে? এটি সম্পূর্ণ তোমাদের উপর নির্ভরশীল যে তোমরা কোন কোন অধ্যায় গুলো পড়বে তোমরা ইতি মধ্যেই জেনে গেছে যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাতে তোমাদের কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হবে সেক্ষেত্রে তুমি যদি প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস
এই অধ্যায়টি এবং প্রাণীর পরিচিতি এই দুইটি অধ্যায় পড়ো তাহলে গ্যারান্টি সহ পরীক্ষাটা তোমরা তিনটি অথবা দুইটি সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে। এর পাশাপাশি আরো দুইটি অথবা তিনটি অধ্যায় পড়ে রাখতে হবে সে ক্ষেত্রে তোমরা চাইলে মানব শরীর তত্ত্ব: পরিপাক ও শোষণ **, মানব শরীর তত্ত্ব: রক্ত সংবহন **, মানব শরীর তত্ত্ব: শোষণ ও শ্বাসক্রিয়া**,
মানব শরীর তত্ত্ব: বর্জ্য ও নিষ্কাশন**, মানব শরীর তত্ত্ব: চলন ও অঙ্গ চলনা** এই কয়েকটি অধ্যায় এর মধ্য থেকে যেকোনো 1টি অথবা 2টি অধ্যায় পড়তে পারো। যদি ওপরের এই চারটি অধ্যায় এর মধ্যে থেকে যেকোনো একটি অধ্যায় পড়ো তাহলে এর পাশাপাশি তোমাকে আরো একটি অধ্যায়ে জিন তত্ত্ব ও বিবর্তন করতে হবে।
আমাদের মেইন টার্গেট হলো পরীক্ষাতে পাঁচটি অথবা ছয়টি সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া।। এই ছয়টি সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই পাঁচটি অধ্যায় পড়ে রাখতে হবে। সে ক্ষেত্রে প্রথম দুইটি অধ্যায় পড়লে তোমরা তিনটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এর পাশাপাশি তোমাদেরকে আরো তিনটি অধ্যায়ে পড়ে রাখতে হবে।
সেক্ষেত্রে তুমি চাইলে উপরের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, এবং ১১ তম অধ্যায় থেকে যেকোনো তিনটি অধ্যায় পড়ে রাখতে পারো। তাহলে তোমরা ১০০% গ্যারান্টি সহ পরীক্ষাতে ছয়টি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে।
আশা করছি উপরের এই আলোচনার মাধ্যমে তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছ এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের সবচেয়ে সেরা সাজেশন সম্পর্কে এবার চলো দেখে নেওয়া যাক এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রে কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে?
এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রে কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে?
তুমি কি জানো এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রে কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে? যেহেতু তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ে মোট অধ্যায়ে রয়েছে বারটি এবং প্রশ্ন আসবে মোট আটটি সেক্ষেত্রে নিঃসন্দেহে বোঝা যায় যে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন হবে না শুধুমাত্র ৭ টি অথবা আটটি অধ্যায় থেকেই প্রশ্ন করা হবে।
অতএব তোমাদের এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম এবং ১১ তম অধ্যায় থেকে টোটাল 4 টি প্রশ্ন করা হবে। এর পাশাপাশি জিনতত্ত্ব ও বিবর্তন থেকে একটি প্রশ্ন করা হবে । এই ৫ সেট সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে যদি তোমরা তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম এবং ১১ তম অধ্যায়টি পড়ো।
তবে প্রশ্ন হল এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ২টি হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এবং প্রাণীর পরিচিতি। এই দুইটি অধ্যায় থেকে তোমাদের তিনটি সৃজনশীল প্রশ্ন পরীক্ষাতে করা হবে। অতএব তোমরা যদি শুধুমাত্র এই দুইটি অধ্যায় পরো এর পাশাপাশি
আরো দুইটি অধ্যায় পড়ে রাখো তাহলে ১০০ পার্সেন্ট গ্যারান্টি সহ তোমরা পরীক্ষাতে মাত্র চারটি অধ্যায় পড়ে পাঁচটির প্রশ্ন লিখে আসতে পারবে। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রে কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে? তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষায়।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক বৃন্দ উপরে আমরা আলোচনা করলাম এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন, এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের মোট অধ্যায়, এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের সবচেয়ে সেরা সাজেশন এবং এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রে কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে? আজকের এই আর্টিকেল থেকে আপনারা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র
পরীক্ষায় সবচেয়ে সেরা সাজেশন সংগ্রহ করতে পারবেন যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন বিজ্ঞান বিভাগ হয়তো অনেক কঠিন একটি শাখা কিন্তু এ ধারণা সম্পন্ন ভুল। সত্যিকারের অর্থে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে খুব সহজে বেশি অর্জন করা যায়।
কারণ বিজ্ঞান বিভাগ নিয়ে যদি আপনি পড়াশোনা করেন এবং যদি আপনি বউয়ের ভাষায় পরীক্ষায় ভালো উত্তর দিতে পারেন তাহলে আপনি সবগুলো ফুলমার্ক পাবেন। বুদ্ধিমতি শিক্ষার্থীরা সর্বদাই এই কাজটি করে তারা শুধুমাত্র গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো পড়ে অল্প পড়ার মাধ্যমে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করার চেষ্টা করে
এবং পরীক্ষাতে বইয়ের ভাষায় লিখে। যখন আপনার পড়া কমে যাবে তখন আপনি একটু বেশি সময় নিয়ে পড়াশোনা করলে খুব ভালো প্রিপারেশন নিতে পারবেন এতে অল্প পড়ে কোন ঝামেলা ছাড়া পরীক্ষা যে ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আর যখন পড়ার পরিমাণ অনেক বেড়ে যাবে তখন অল্প সময়ের মধ্যে এতগুলো পড়া কিভাবে সম্পন্ন করব।
কিভাবে মুখস্ত করব এসব বিষয়ে টেনশন বারে পাশাপাশি আপনি পড়াশোনা করেও ভালো ফলাফল অর্জন করতে পারবেনা এই জন্য এই সময় আপনার কাজে আসবে এই সাজেশন। আপনাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের রয়েছে মোট ১২টি অধ্যায়। যদি আপনি 12 টি অধ্যায় পড়া শুরু করেন তাহলে এতে আপনার অযথা এক সময় নষ্ট হবে।
কারণ ১২ টি অধ্যায় থেকে পরীক্ষা দিয়ে প্রশ্ন হবে না যদি আপনি প্রথমে জেনে যান যে কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন হবে তাহলে শুধুমাত্র সেই অধ্যায়গুলো পড়েই অল্প পড়েও পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারবেন যেমন আপনাদের উপরের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের বারটি এর মধ্যে থেকে শুধুমাত্র 7 টি অধ্যায় থেকে আটটি সৃজনকে প্রশ্ন করা হবে।
আপনি যদি এই সাতটি অধ্যায় পড়েন তাহলেই পরীক্ষাতে আটটি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবেন এবং খুব সহজে উত্তর দিয়ে আসতে পারবেন তবে আমাদেরকে তো 8 টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে না তাই না? শুধুমাত্র 5 টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এখন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আটটি প্রশ্ন পড়ার কোন দরকার নেই।
উপরে দেখুন সবচেয়ে সেরা সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশন অনুসারে পড়লে আপনারা ১০০% গ্যারান্টি সহকারে পরীক্ষায় A+ পাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ আশা করছি এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা প্রত্যেকে এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন সম্পর্কে বুঝতে পেরেছেন। এই সাজেশন কি বন্ধু-বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করুন এতে তারাও পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারবে।
বাংলা আইটিটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url