vitamin b1, b6 b12 এর কাজ কি? জানলে আশ্চর্য হবেন

ভিটামিন বি কমপ্লেক্স স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি একটি মাল্টিভিটামিন ঔষধ। আজকের এই আর্টিকেলে আলোচনা করব vitamin b1, b6 b12 এর কাজ কি? ভিটামিন বি ১২ ট্যাবলেট এর নাম কি। যারা ভিটামিন বি এর অভাব জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। 
vitamin b1, b6 b12 এর কাজ কি
ভিটামিন বি ১ মানে থায়ামিন, ভিটামিন বি ৬ ও ভিটামিন বি ১২ মানে পাইরিডক্সীন ও কোবালামিন। এই ভিটামিন গুলো মস্তিষ্ক এবং রক্ত কোষ স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা তাড়াতাড়ি দেখে আসি vitamin b1, b6 b12 এর কাজ কি এবং ভিটামিন বি ১২ ট্যাবলেট এর নাম কি। 

vitamin b1, b6 b12 এর কাজ কি

vitamin b1, b6 b12 এর এর অভাবে বিভিন্ন রোগবালাই তৈরি হয় যেমন পেশী দুর্বল হয়ে পড়ে রক্তস্বল্পতা তৈরি হয় হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাওয়া পাশাপাশি ভিটামিন বি এক ভিটামিন বি ৬ এবং ভিটামিন বি ১২ এর অভাব দেখা দিলে মেমোরি লস হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের প্রয়োজনীয়তা অনেক যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখা দেয় তাহলে শ্বাসকষ্ট থেকে শুরু করে হরমোন জনিত সমস্যা মনোযোগের অভাবে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ব্যাহত হবে। এই সমস্যাটির বয়স 40 এর উপরে গেলে বেশি দেখা যায়। 

বয়স ৪০ এর ওপরে গেলে আমাদের পেশীজনিত সমস্যা তৈরি হয় যেমন বেশি দুর্বল হয়ে পড়ে হাত পায়ে জয়েন্টে ব্যথা তৈরি হয় মানসিক অস্থিরতা তৈরি হয় ক্লান্তিবোধ তৈরি হয়। এইজন্য বয়স ৪০ এর ওপরে গেলে চিকিৎসক ভিটামিন বি১ বি৬ এবং বি ১২ খেতে বলেন। চলুন আমরা তাড়াতাড়ি দেখে নেই vitamin b1, b6 b12 এর কাজ কি।
  1. vitamin b1, b6 b12 এর কাজ হল পেশির কার্যক্ষমতা কে আরো উন্নত করা এবং হাতে-পায়ের তীব্র ব্যথা দূর করা। 
  2. vitamin b1, b6 b12 এর কাজ হল খাবারের শক্তি শোষণ প্রক্রিয়া আরো উন্নত করা। 
  3. vitamin b1, b6 b12 এর কাজ হল শরীর থেকে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবকে দূর করা। 
  4. vitamin b1, b6 b12 ঔষধ সেবন করে শরীরে প্রচুর শক্তি উৎপাদন হয়। 
  5. vitamin b1, b6 b12 ঔষধ সেবন করলে শরীরের রক্তস্বল্পতা দূর হয়। 
  6. খাবারের প্রতি রুচি বাড়ে। 
  7. vitamin b1, b6 b12 সেবন করার ফলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে এতে ব্রেনের ফাংশন আরো উন্নত হয়। 
  8. vitamin b1, b6 b12 সেবন করলে স্নায়ু সিস্টেম ভালো থাকে কারণ এই ঔষধ গুলোর মধ্যে ভিটামিন বি ৬ রয়েছে যা সরাসরি মস্তিষ্কের জন্য উপকারী এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং সায়েন্স সিস্টেমকে আরো উন্নত করে। 
  9. vitamin b1, b6 b12 সেবন করার ফলে রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়তে শুরু করে এতে রক্তস্বল্পতায় দূর হয়।
  10. vitamin b1, b6 b12 স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি রক্তে গ্লুকোজের মাত্রা কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 
  11. vitamin b1, b6 b12 ট্যাবলেটগুলো সেবন করলে শরীর ডিটাক্সিফিকেশন আরো দ্রুতগতির হবে। 
  12. vitamin b1, b6 b12 সেবন করলে অ্যানিমিয়া অথবা রক্তস্বল্পতা দূর হয়। 
  13. vitamin b1, b6 b12 এর কাজ হল পরিপাক ক্রিয়াকে আরও উন্নত করা। এতে দ্রুত যে কোন খাবার পরিপাক হবে ও হজম শক্তির সমস্যা দূর হবে।
  14. vitamin b1, b6 b12 এর কাজ হল মেজাজ কে উন্নত করা এবং অতিরিক্ত মানসিক চাপ কমানো। 
  15. vitamin b1, b6 b12 এর কাজ হল ব্রেইনের রক্ত সঞ্চালন গতি বৃদ্ধি করা এতে ব্রেন আরো উন্নত হবে। 
  16. vitamin b1, b6 b12 এর কাজ হল দ্রুত সুষম হরমোন উৎপাদন করা। 
  17. vitamin b1, b6 b12 এর কাজ হল স্মৃতিশক্তি বৃদ্ধি করা মনোযোগ ধরে রাখা। 
  18. বয়স ৪০ এর ওপরে গেলে স্মৃতিশক্তি অনেকটা হ্রাস পেয়ে যায় এই সময় নিয়মিত একটি vitamin b1, b6 b12 ট্যাবলেট সেবন করতে হবে এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে।
  19. vitamin b1, b6 b12 খেলে পেশির কার্যক্ষমতা বাড়ে। এই ট্যাবলেটটি নিয়মিত একটি সেবন করলে বেশি ব্যথা জয়েন্টে ব্যথা দূর হবে এবং শরীরে আরো শক্তি উৎপাদন হবে। 
  20. vitamin b1, b6 b12 এর কাজ হল হজম শক্তিকে আরও বৃদ্ধি করা এদের যে কোন খাবার দ্রুত হজম হয়ে যায় গ্যাসের সমস্যা কম হয়। 
 বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই ভিটামিন এর অভাব দেখতে পাওয়া যায়। শরীরে ভিটামিন বি১ শোষণ কমে যেতে পারে। আর ভিটামিন বি এক কমে যাওয়ার ফলে হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমে যাবে এবং শক্তি উৎপাদন ব্যাহত হবে যার ফলে শরীর অনেকটা দুর্বল মনে হয়। 

এর জন্য চিকিৎসকরা বয়স ৪০ এর ওপরে গেলে vitamin b1, b6 b12 সেবন করতে বলেন এই একটি ক্যাপসুল থেকে প্রায় ভিটামিন বি ১ ভিটামিন বি ৬ এবং ভিটামিন বি ১২৩ ধরনের ভিটামিন পাওয়া যায় স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভিটামিন বি ৬ সরাসরি মস্তিষ্কের জন্য উপকারী এটি স্মৃতিশক্তির জন্য উপকারী, মানসিক স্বাস্থ্যকে উন্নত করে, 

স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে এবং ব্রেনের ফাংশ অথবা কার্যকারিতাকে আরো বাড়িয়ে দেয়। ভিটামিন বি ১২ এর অভাব দেখা দিলে শরীরে রক্তস্বল্পতা তৈরি হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরে লোহিত রক্তকণিকা উৎপাদনের পরিমাণ কোন দেশে শুরু করে এতে রক্তস্বল্পতা তৈরি হয় রক্তস্বল্পতার ফলে চোখ মুখ ফ্যাকাসে হয়ে ওঠে।

এবং শরীর অনেক বেশি দুর্বল মনে হয়। এই সময় নিয়মিত একটি vitamin b1, b6 b12 ট্যাবলেট সেবন করলে শরীরে লোহিত রক্তকণিকা উৎপাদন হওয়া শুরু হবে এবং রক্তস্বল্পতা অথবা অ্যানিমিয়া প্রতিরোধ হবে। এখানে রয়েছে ভিটামিন বি ১২ যা শক্তির স্তরকে বৃদ্ধি করে 

এবং রক্তস্বল্পতা দূর করে। আশা করছি আপনারা সকলে ক্লিয়ার বুঝতে পেরেছেন vitamin b1, b6 b12 এর কাজ কি এবার চলুন আমরা দেখে আসি vitamin b1, b6 b12 কখন খেতে হবে।

vitamin b1, b6 b12 কখন খেতে হবে

vitamin b1, b6 b12 এর সম্পূর্ণরূপ হল থায়ামিন পাইরিডক্সিং এবং কোবালামিন। এই ভিটামিন বি কমপ্লেক্স স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শক্তি উৎপাদন করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে মস্তিষ্কের কার্যক্ষমতা কে বৃদ্ধি করে রক্তস্বল্পতায় দূর করে এবং হার্টের কার্যকারিতা কে আরো উন্নত করে 

তবে এই ট্যাবলেট গুলো সেবন করার পূর্বে আপনাকে জানতে হবে এর সেবন বিধি সম্পর্কে। বয়স ৪০ এর ওপরে গেলে শরীরে বিভিন্ন পুষ্টির অভাব তৈরি হতে পারে এই সময় নিয়মিত এই ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করতে হবে নিচে দেখে নিন এর সেবনবিধি দেওয়া রয়েছে।
  1. এটি একটি শক্তিশালী ভিটামিন বি কমপ্লেক্স ঔষধ তাই চিকিৎসকের পরামর্শবিহীন এই ক্যাপসুল সেবন করা যাবেনা। 
  2. vitamin b1, b6 b12 প্রতিদিন ১ থেকে ৩ টি সেবন করতে পারবেন।
  3. vitamin b1, b6 b12 খালি পেটে সেবন করা যাবে না। 
  4. খাবার খাওয়ার ১০ মিনিট পরে একটি ভিটামিন বি কমপ্লেক্স ঔষধ সেবন করতে হবে। 
  5. রোগীর অবস্থার ওপর নির্ভর করে রোগীকে ঔষধ খেতে হবে। 
  6. এইজন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরী। 
  7. শিশুদের জন্য এই ঔষধ ব্যবহার উপযোগী নয়। শিশুদের নাগালের বাইরে রাখুন। 
যেকোনো ঔষধ সেবন করার পূর্বে যদি চিকিৎসকের পরামর্শ না নেওয়া হয় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তীব্র অ্যালার্জির সম্ভাবনা রয়েছে। গর্ভাবস্থায় অথবা স্তন্যদানকারী মেয়েরা 

তীব্র সমস্যায় ট্যাবলেট সেবন করতে পারবে তবে ইঞ্জেকশন ব্যবহার করতে পারবে না। এই ঔষধ মাত্রাতিরিক্ত পরিমাণে ব্যবহার করার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এই ঔষধ ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর নিচে রাখতে হবে। 

ভিটামিন বি ১২ ট্যাবলেট এর নাম 

আপনি কি ভিটামিন নিয়ে ১২ ট্যাবলেট এর নাম সম্পর্কে জানতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন। ভিটামিন বি১২ এর অভাবে রক্ত সল্পতা তৈরি হতে পারে। শরীরে ভিটামিন বি ১২ এর অভাব দেখা দিলে লাল রক্ত কণিকা উৎপাদনের হার কমে যায় এতে রক্ত সভ্যতা তৈরি হয়।

এছাড়াও ভিটামিন বি ১২ এর অভাবে ডিপ্রেশন তৈরি হতে পারে মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা তৈরি হতে পারে যার ফলে হার্ট অ্যাটাচ ঝুঁকি বাড়ে। যারা ভিটামিন বি ১২ এর অভাবে ভুগছেন তারা নিয়মিত ভিটামিন বি কমপ্লেক্স ঔষধ সেবন করা শুরু করুন। নিচে দেখে নিন ভিটামিন বি ১২ এর অভাবে কি কি রোগ হতে পারে?

ভিটামিন বি১২ এর অভাবে কি কি রোগ হয় 

ভিটামিন বি ১২ এর অভাবে মেমোরি লস হতে পারে অথবা স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়তে পারে। কিছু কিছু মানুষ খুব অল্প সময়ের মধ্যেই কথা ভুলে যাই যেমন গতকালকে ক্লাসে কোন সাবজেক্ট নিয়ে পড়ানো হয়েছে সে বিষয়টি ভুলে যায় আবার কোন গুরুত্বপূর্ণ কথা বলা হলে 

কিছুদিন পর জিজ্ঞাসা করা হলে সে কথাটিও সে ভুলে যায় এগুলো হলো মেমোরি লস। যদি ভিটামিন বি ১২ এর ঘাটতি দেখা দেয় তাহলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এর ফলে মেমোরি লস হয়ে যায় বিভিন্ন কথাবার্তা আমরা ভুলে যাই এই সময় নিয়মিত ভিটামিন বি কমপ্লেক্স ঔষধ সেবন করতে হবে। 

ভিটামিন বি ১২ এর অভাব দেখা দিলে হজম সমস্যা তৈরি হয়, পেটে গ্যাস তৈরি হতে পারে। ভিটামিন ডি ১২ এর অভাবে আরো বিভিন্ন সমস্যা তৈরি হয় যেমন অস্টিওপোরেসিস বেশি দুর্বল হয়ে পড়া পেশীতে ব্যথা পাল্পিটেশন ইত্যাদি। পাল্পীটেশন বলতে বোঝাই হৃদপিন্ডের অস্বাভাবিকতা। 

এবং অস্টিওপরেসিস বলতে বোঝায় হাত এবং পায়ে জয়েন্ট দুর্বল হয়ে পড়া, যার ফলে জয়েন্টে তীব্র ব্যথা অনুভূত হয়। এই সকল বিষয় সমূহ যদি এড়িয়ে চলতে চান তাহলে আপনাকে নিয়মিত ভিটামিন-বি ১২ ওষুধ সেবন করতে হবে। 

ভিটামিন বি ১২ এর অভাবে ওপরের এ সকল সমস্যার সমূহ তৈরি হয় তাই চলুন আমরা দেখে আসি ভিটামিন বি ১২ এর সবচেয়ে সেরা কয়টি ট্যাবলেট এর নাম যেটা ট্যাবলেট গুলো সেবন করলে দ্রুত ভিটামিন বি ১২ এর অভাব পূরণ হবে। 

সবচেয়ে সেরা ভিটামিন বি ১২ ট্যাবলেট এর নাম 

  1. ভিটামিন নিউরো - বি ( vitamin neuro-B)
  2. এমবি ১২ (MB 12)
  3. বাইকজিন ট্যাবলেট (Bicozin)
  4. নিউ বিন ট্যাবলেট (Neubin)
  5. মেকল ট্যাবলেট (Mecol)
  6. মেকলিং ট্যাবলেট (Mecolin)
  7. এক্সোভিট (Axovit)
  8. অ্যালভিটা (Alvita)
  9. মেকোলাগিন (Mecolagin)
  10. মেকমিন (Mecomin)
  11. ভিটামিন বি ১২ এমজি (vitamin B 12 1000 mg From Nature Made)
  12. ভিটামিন বি ১২ ১০০০ এমজি (vitamin B12 1000 MG from kirkland signature)
  13. বি 12 কমপ্লেক্স উইত ফোলেট (B12 complex with Folate from seeking health)
  14. Cobalamin B12 1000 MG from Bio tech pharmacy 
ওপরের এই ভিটামিন বি ১২ ওষুধ খুবই দুর্দান্ত তবে নিউরো বি এবং এমবি ১২ এই দুইটি ঔষধ সবচেয়ে সেরা যারা ভিটামিন বি ১২ এর অভাবে ভুগছেন তারা এই দুইটি ট্যাবলেট সেবন করে দেখতে পারেন তবে যে কোন ট্যাবলেট সেবন করার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরী।

তাই যদি ভিটামিন বি ১২ এর অভাব থেকে থাকে তাহলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তারপর তারপর চিকিৎসকের পরামর্শ অনুসারে ঔষধ সেবন করতে হবে। ভিটামিন বি১২ এর সম্পূর্ণ নাম হলো কোবালামিন। 

এই কোবালামিন এর ঘাটতি দেখা দিলে শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হয় তাই নিউরোবি অথবা এমবি ১২ এই দুইটি ট্যাবলেট সেবন করে দেখতে পারেন এই ট্যাবলেট গুলো সেবন করলে খুবি দ্রুত ভিটামিন বি ১২ এর অভাব পূরণ হবে।

ভিটামিন বি ১২ ক্যাপসুল খেলে কি হয় 

আপনি কি জানেন ভিটামিন বি ১২ ক্যাপসুল খেলে কি হয়? ভিটামিন বি ক্যাপসুল খেলে শরীরের শক্তি উৎপন্ন হয় মস্তিষ্কের কার্যক্ষমতা বা রে স্মৃতিশক্তি আরও উন্নত হয় পাশাপাশি মনোযোগ বাড়ে। শরীরে ভিটামিন বি ১২ এর ঘাটতি দেখা দিলে মেমরি লস এর সমস্যা দেখা দেয় পাশাপাশি রক্ত সততা তৈরি হতে পারে।

রক্তস্বল্পতায় ফলে চোখ মুখ ফ্যাকাসে হয়ে ওঠে এবং শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়ে তাই এই অবস্থায় নিয়মিত ভিটামিন বি ১২ ক্যাপসুল সেবন করতে হবে এতে শরীরের ভিটামিন বি এর ঘাটতি পূরণ হবে এবং রক্তস্বল্পতা তৈরি হবে নতুন লোহিত রক্ত কণিকা তৈরি হবে রক্তের অক্সিজেন সরবরাহ হবে পাশাপাশি স্নায়ু সিস্টেম ভালো থাকবে। স্মৃতিশক্তি আরও উন্নত হবে এই জন্য নিয়মিত ভিটামিন বি 12 ক্যাপসুল খেতে হবে।
  1. ভিটামিন বি ১২ ক্যাপসুল সেবন করলে ডিপ্রেশন কমে। 
  2. ভিটামিন বি ১২ ক্যাপসুল সেবন করলে স্মৃতিশক্তি আরো মজবুত হয়। 
  3. ভিটামিন বি ১২ ক্যাপসুল সেবন করার ফলে হজম ক্ষমতা বাড়ে। 
  4. ভিটামিন বি ১২ ক্যাপসুল স্নায়ু সিস্টেমের জন্য উপকারী।
  5. ভিটামিন বি ১২ ক্যাপসুল সেবন করলে শরীরে প্রচুর শক্তি উৎপন্ন হয়।
  6. ভিটামিন বি ১২ ক্যাপসুল সেবন করার ফলে অ্যানিমিয়া অথবা প্রতিরোধ হয়।
  7. ভিটামিন বি ১২ ক্যাপসুল ত্বকের জন্য উপকারী।
  8. এটি সেবন করার ফলে ত্বকের স্বাস্থ্য উন্নত হয় ত্বক থেকে বয়সের ছাপ কমে।
  9. ভিটামিন বি ১২ নিয়মিত সেবন করলে অতিরিক্ত মানসিক চাপ কমে।
  10. দুশ্চিন্তা কমে ভিটামিন বি ১২ ক্যাপসুল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 
  11. নিয়মিত একটি ভিটামিন বি ক্যাপসুল সেবন করার ফলে হৃদ স্পন্দন নিয়ন্ত্রণে থাকে এবং স্বাভাবিক থাকে। 
  12. ভিটামিন বি ১২ ক্যাপসুল সেবন করলে হরমোন জনিত সমস্যা দূর হয়।

প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন ভিটামিন বি ১২ ক্যাপসুল সেবন করার ফলে কি কি উপকারিতা পাওয়া যায় এই ট্যাবলেটটি সেবন করলে উপরের এই সকল উপকৃত সমূহ আপনার লাভ করতে পারবেন স্মৃতিশক্তি মজবুত হবে, অতিরিক্ত মানসিক চাপ কমবে এবং শরীর সুস্থ থাকবে। এবার চলুন দেখে আসি ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট খেলে কি হয়? 

ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট খেলে কি হয় 

আপনি কি জানেন ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট খেলে কি হয়? ভিটামিন বি কমপ্লেক্স বলতে বোঝায় যেখানে সকল ধরনের ভিটামিন বি রয়েছে। ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট থেকে ভিটামিন বি ১, ভিটামিন বি ২, ভিটামিন বি ৩, ভিটামিন বি ৫, ভিটামিন বি ৬, ভিটামিন বি ৮, 

ভিটামিন বি ৯ এবং ভিটামিন বি ১২ পাওয়া যায়। এই সকল উপাদান গুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যারা ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা তে ভুগছেন তারা নিয়মিত একটি ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করা 

শুরু করুন এটি শরীর থেকে ভিটামিন বি এর অভাব অথবা ঘাট থেকে পূরণ করবে এবং শরীরকে সুস্থ রাখবে। নিচে দেখুন ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিলে কি হয়। 

ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিলে কি হয় 

  1. ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিলে শরীরে লোহিত রক্তকণিকা উৎপাদনের পরিমাণ কমে যায় এতে রক্ত স্বল্পতা তৈরি হয়। 
  2. শরীরে ভিটামিন বি ১২ এবং ২০৬ এর খাটে দেখা দেওয়ার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে এবং জীবনে বিষন্নতা অনেক বৃদ্ধি পাবে। 
  3. ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব দেখা দিলে শরীর ও বেশি অনেক বেশি দুর্বল হয়ে পড়ে শরীর নিষ্প্রাণ হয়ে উঠতে পারেন। 
  4. শরীরে বি কমপ্লেক্স এর অভাবের ফলে হজম ক্ষমতা কমে যায়। 
  5. বি কমপ্লেক্স এর অভাবে শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং তীব্র ক্লান্তিবো কাজ করে। 
  6. বি কমপ্লেক্সের অভাবে হজম সমতা কমে যায় এতে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেড়ে যায় পেট ফুলে যায় এবং পেটে তীব্র ব্যথা অনুভূত হতে পারে। 
  7. বি কমপ্লেক্স এর অভাবে মানসিক চাপ এবং দুশ্চিন্তা অনেক বেশি বেড়ে যেতে পারে যা হার্ট এর জন্য ক্ষতিকর। 
  8. বি কমপ্লেক্স এর অভাবে ব্লাড সুগার তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে এতে শরীরে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে পড়বে এবং ডায়াবেটিসের আশঙ্কা আরো বেড়ে যাবে।
  9. অতিরিক্ত বি কমপ্লেক্স এ সমস্যা দেখা দিলে শরীরের শ্বাসকষ্ট এবং রক্ত স্বল্পতার ফলে ব্যক্তির মৃত্যু হতে পারে।
প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব দেখা দিলে উপরের এই ক্ষতির সম্মুখীন হতে হবে। চলুন আমরা দেখে আসি ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করলে কিভাবে আমরা এই সকল সমস্যা থেকে রেহাই পেতে পারি। 

ভিটামিন বি কমপ্লেক্স এর উপকারিতা 

ভিটামিন বি কমপ্লেক্স নিয়মিত সেবন করলে শরীরের শক্তি উৎপাদন হবে ভিটামিন বি কমপ্লেক্স স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি অ্যানিমিয়া অথবা রক্ত সভ্যতা দূর করবে নিয়মিত ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করলে দুর্বল পেশী আরো উন্নত হয়ে উঠবে এবং পেশীতে ও জয়েন্টে জয়েন্টে ব্যথা দূর হবে। 
  1. নিয়মিত ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করলে পেশীর দুর্বলতা দূর হবে এবং মানসিক স্বাস্থ্য আরো ভালো থাকবে।
  2. ভিটামিন বি ৬ এবং ভিটামিন বি১২ মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এটি অতিরিক্ত দুশ্চিন্তা দূর করে এবং মানসিক অবস্থা ভালো রাখেন। 
  3. ভিটামিন বীজ হয় ও ভিটামিন বি১২ এই দুইটি উপাদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি শরীরের রক্তকণিকা তৈরি করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। 
  4. নিয়মিত ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করলে অতিরিক্ত স্ট্রেস এবং মানসিক চাপ কমে। 
  5. ভিটামিন বি কমপ্লেক্সের উপকারিতা অনেক নিয়মিত একটি ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করার ফলে হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে থাকে। 
  6. ভিটামিন বি কমপ্লেক্স সেবন করার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 
  7. ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করলে মেটাবলিজম এর শক্তি বাড়ে। 
  8. ভিটামিন বি কমপ্লেক্স প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে।
  9. ভিটামিন বি কমপ্লেক্স স্বাস্থ্যের জন্য উপকারী হওয়ার পাশাপাশি ত্বকের জন্য এবং চুলের জন্য উপকারী। 
  10. নিয়মিত ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করলে শরীরে খারাপ এলডিএল কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
  11. নিয়মিত ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করলে শরীরে এনার্জি বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 
প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিটামিন বি কমপ্লেক্স এর উপকারিতা সম্পর্কে। ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করার ফলে উপরের এই সকল উপকারিতা সমূহ আপনারা লাভ করতে পারবেন এবং ভিটামিন বি ১২ ক্যাপসুল সেবন করলে 

শরীর থেকে রক্তস্বল্পতা দূর হবে পেশী মজবুত হবে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমবে হার্ট এটাকে ঝুঁকি কমবে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করার ফলে কি কি উপকার পাওয়া সম্ভব।

লেখক এর শেষ কথা 

প্রিয় পাঠক বৃন্দ আজকেরে আর্টিকেলে আমরা আলোচনা করলাম vitamin b1, b6 b12 এর কাজ কি ভিটামিন বি ১২ ক্যাপসুল এর কাজ কি এবং ভিটামিন বি ১২ ট্যাবলেট এর নাম কি ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিলে কি কি ক্ষতি হতে পারে সেই সকল বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানলাম। 

আজকের আর্টিকেলটি ছিল শুধুমাত্র ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে। যারা ভিটামিন বি এর অভাবে ভুগছেন তাদের জন্য আজকের এই আর্টিকালি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন বি এর বিভিন্ন রোগবালাই তৈরি হয়। যেমন: রক্তস্বল্পতা তৈরি হয় ডায়াবেটিসের ঝুঁকি বারে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, অতিরিক্ত মানসিক চাপ বেড়ে যায় ইত্যাদি। 

এই সকল সমস্যা থেকে রেহাই পেতে নিয়মিত ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করতে হবে। ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট সেবন করার ফলে রক্তস্বল্পতা কমবে, মানসিক চাপ কমবে, ব্রেইনের কার্যকারিতা বাড়বে, স্মৃতি শক্তি বাড়বে এবং শরীরে প্রচুর শক্তি উৎপন্ন হবে। 

ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিলে আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন কি কি রোগ বাড়ায় তৈরি হতে পারে। আজকের এই আর্টিকেলে ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে আলোচনা করলাম আর কোন প্রশ্ন কিংবা মতামত থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা আইটিটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url