ইতালি থেকে বাংলাদেশ বিমান ভাড়া কত ২০২৫ - এত কম টাকায়
আপনি কি ইতালি থেকে বাংলাদেশ বিমান ভাড়া কত জানতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন বর্তমান সময়ে ইতালি থেকে বাংলাদেশের বিমানের ভাড়া কমেছে নাকি বেড়েছে?? সে সকল বিষয় সম্পর্কে আজকের আর্টিকেল আলোচনা করব। আজকের এই আর্টিকেলে বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব কত, ইতালি যেতে বয়স কত লাগে এবং ইতালির শহর কয়টি ও কি কি সেই সকল বিষয়ে সম্পর্কে জানতে পারবেন।
কিভাবে কম টাকায় ইতালি থেকে বাংলাদেশে আসা যায় সে বিষয় নিয়ে আজকের আলোচনা করব।চলুন দেরি না করে আমরা তাড়াতাড়ি দেখে আসি ইতালি থেকে বাংলাদেশ বিমান ভাড়া কত ২০২৫, বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব কত এবং ইতালির শহর কয়টি ও কি কি।
ইতালি থেকে বাংলাদেশ বিমান ভাড়া কত ২০২৫
যারা ইতালি থেকে বাংলাদেশে ফিরে আসতে চান তাদেরকে জানতে হবে ইতালি থেকে বাংলাদেশ বিমান ভাড়া কত? ২০২৫ সালের ইতালি থেকে বাংলাদেশের বিমান ভাড়া কি কমেছে? না। ইতালি থেকে বাংলাদেশ বিমান ভাড়া ঠিক আগের মতই রয়েছে।তবে আপনি যদি কয়েকটি পদ্ধতি অবলম্বন করে চলেন তাহলে অল্প খরচে ইতালি থেকে বাংলাদেশ যেতে পারবেন। নিঃসন্দেহে ইতালি একটি উন্নত শহর এখানে মানুষ উন্নত জীবন যাপন করতে ভালোবাসে এবং বাংলাদেশের তুলনায় ইতালির জীবনযাপন অনেক বেশি আরামদায়ক।
এই জন্য বেশিরভাগ বাংলাদেশী নাগরিক এখন অন্যান্য বিদেশ এই শহরে বসবাস করতে ভালোবাসেন যাদের আর্থিক অবস্থা একটু উন্নত তারা বিদেশে বসবাস করেন। তবে আপনি যদি ইতালি থেকে বাংলাদেশে ফিরে আসতে চান তাহলে আপনাকে জানতে হবে এখান থেকে বাংলাদেশের বিমান ভাড়া কত।
ইতালি থেকে বাংলাদেশের ফিরে আসার একটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন। ওয়েবসাইটটির নাম হল qatarairways। গুগলে সার্চ করুন qatarairways।
ওয়েবসাইটটি ওপেন করে এমন একটি পেজ আসবে। এখানে সামনে দেখুন সবকিছু ডিটেলস দেওয়া রয়েছে। From বাটার এ ক্লিক করে আপনি বর্তমান সময় ইতালি কোন শহরে বসবাস করছে সে শহরটি বেছে নিতে হবে।
তারপর to বাটনে ক্লিক করে আপনি বাংলাদেশের কোন শহরে যেতে চান সেই শহরটির নাম সার্চ করে বেছে নিতে হবে। কত তারিখে আপনি ফ্লাইটে যেতে চান সেই তারিখটি নিচে উল্লেখ করতে পারবেন। কতজন প্যাসেঞ্জার যেতে চলেছেন
যদি আপনি একাই ইতালি থেকে বাংলাদেশের যেতে চান তাহলে প্যাসেঞ্জার এক সিলেক্ট করে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এবার আসুন আমরা জেনে নেই ইতালি থেকে বাংলাদেশে বিমান ভাড়া কত।
ইতালির মিলান শহর থেকে ঢাকা শহরে আসতে মোট ভাড়া ৪১৩€ । ৪১৩€ বাংলাদেশী টাকায় ৫১৬৩৮ টাকা।
এখানে ফ্লাইট এর সকল ডিটেলস দেওয়া রয়েছে। প্রথমে ফ্লাইট শুরু হবে দুপুর ৩:৩৫থেকে। তারপর doha এয়ারপোর্টে পৌঁছাতে রাত ১১:১৫ বাজবে। তারপর doha এয়ারপোর্ট থেকে রাত ১:২০ মিনিট থেকে সকাল ৯:১৫ মিনিটে ঢাকায় পৌঁছে যাবে। অর্থাৎ ইতালি থেকে বাংলাদেশে আসতে টোটাল একদিন লাগবে।
ইতালির rome শহরটাকে ঢাকা শহরে বিমানের টিকিটের দাম হলো 534€। যা বাংলাদেশী টাকায় 66767 টাকা। তবে যদি একমাস পূর্বে ফ্লাইটের টিকিট কেটে রাখেন তাহলে দাম কম হবে। মনে করুন আজকে ৫ ফেব্রুয়ারি
যদি আপনি আগামী পাঁচ মার্চের ফ্লাইটে ইতালি থেকে বাংলাদেশে যেতে চান তাহলে কম খরচে বাংলাদেশ যেতে পারবেন আর যদি আজকে 5 ফেব্রুয়ারি এবং আগামীকাল ৬ ফেব্রুয়ারি ফ্লাইটে বাংলাদেশের যেতে চান তাহলে টিকিটের দাম অনেক বেশি হবে।
প্রিয় পাঠক বৃন্দ আপনারা ইতালি থেকে বাংলাদেশে আসতে চাইলে টোটাল বিমান ভাড়া গড়ে ৬০০০০ টাকা ধরে রাখুন। ইটালির অন্যান্য শহর অনুসারে এর ভাড়া কম বেশি হতে পারে তবে গড়ে ৬০০০০ এর মধ্যেই।
যদি যাওয়ার একমাস আগে ফ্লাইটের টিকিট বুক করে ফেলেন তাহলে আরো অল্প মূল্যে ইতালি থেকে বাংলাদেশে আসতে পারবেন। এবার চলুন আমরা দেখে আসি বাংলাদেশ থেকে ইতালি বিমান ভাড়া কত ২০২৫।
বাংলাদেশ থেকে ইতালি বিমান ভাড়া কত ২০২৫
বাংলাদেশ এবং ইতালিতে আলাদা আলাদা এয়ারলাইন রয়েছে। এইজন্য ভাড়ার মধ্যে যথেষ্ট তফাৎ দেখতে পাওয়া যায় ইতালি থেকে বাংলাদেশে আসতে গড়ে বিমান ভাড়া প্রায় ষাট হাজার টাকা তবে বাংলাদেশ থেকে তাহলে যেতে চাইলে কত টাকা বিমান ভাড়া হতে পারে?
যদি বাংলাদেশ থেকে ইতালি যেতে চান তাহলে বিমান ভাড়া হলো ৯৫ হাজার ৭২৩ টাকা। এখানে ফ্লাইট এর সমস্ত তথ্য দেওয়া রয়েছে সে তথ্য দেখে আপনি ফ্লাইটে যেতে পারবেন। তবে যদি বিমান ভাড়া আরেকটু কমাতে চান তাহলে চেষ্টা করবেন।
যাওয়ার একমাস আগে টিকিট বুক করার তাহলে অনেক অল্প টাকার মধ্যেই টিকিট বুক করতে পারবেন। যেমন আজকে ৪ ফেব্রুয়ারি, এখানে ৪ ফেব্রুয়ারি
রাত দশটার একটি ফ্লাইট দেখাচ্ছে সেই ফ্লাইটের টিকিটের মূল্য হচ্ছে ৯৬ হাজার ৭২৩ টাকা যদি আমি আগামী মাসের ৪ তারিখে ফ্লাইট বুক করি তাহলে টিকিটের ভাড়া হবে গড়ে ৫০০০০ টাকা।
এইখানে মার্চ মাসের চার তারিখে অর্থাৎ আগামী মাসের চার তারিখে দুপুর ৩ টায় একটি ফ্লাইট দেখা যাচ্ছে এবং এই ফ্লাইটটি বাংলাদেশ থেকে ইতালি গামী এই ফ্লাইটের বিমানের টিকিটের মূল্য ৪৯৭৫৪ টাকা।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অল্প খরচের মধ্যে বাংলাদেশ থেকে ইতালি যেতে পারবেন ঠিক একই নিয়মে আপনি ইতালি থেকে বাংলাদেশে আসার সময় যদি একমাস পূর্বে টিকিট ক্রয় করে রাখেন তাহলে খুব অল্প মূল্যের মধ্যেই ইতালি থেকে বাংলাদেশের ফিরে আসতে পারবেন।
বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব কত?
অনেকে জিজ্ঞাসা করেন বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব কত? বাংলাদেশ থেকে ইতালি বহুদূরে এবং বাংলাদেশ থেকে ইতালি দূরত্ব হচ্ছে প্রায় 7 হাজার 295 কিলোমিটার। আপনারা অনেকেই রয়েছেন যারা বাংলাদেশ থেকে ইতালি যেতে চান কারন ইতালির জীবনযাপন অনেক বেশি উন্নত।
সেখানে মানুষজন অনেক বেশি উন্নত জীবনযাপন করতে ভালোবাসেন এছাড়াও ইতালিতে সুযোগ-সুবিধা অনেক বেশি। বেশিরভাগ বাংলাদেশী নাগরিক ইতালিতে যেয়ে থাকে নিজের নতুন কর্মসংস্থান খোঁজার জন্য ইতালিতে খুব সহজে প্রচুর ইনকাম করা যায়।
এই জন্য বেশিরভাগ বাঙালিরা ইতালি যেয়ে থাকেন কর্মের জন্য। বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার জন্য বিমান ভাড়া কত সে বিষয় সম্পর্কে আমরা উপর আলোচনা করেছি যারা বাংলাদেশ থেকে তিনি যেতে চাচ্ছেন,
তারা অনেকেই জানতে চান যে বাংলাদেশ থেকে আসলে ইতালির দূরত্ব কত দূর বাংলাদেশ থেকে ইতালি দূরত্ব হচ্ছে প্রায় ৭২৯৫ কিলোমিটার। বাংলাদেশ থেকে এরা অনেক কাছে তবে ইরানের চেয়ে ইতালি অনেক বেশি দূরে।
বাংলাদেশ থেকে ইতালি যেতে কত সময় লাগে
আপনি যদি বাংলাদেশ থেকে ইতালি যেতে চান তাহলে প্রথমে ভিসা তৈরি করতে হবে এবং হিসাব প্রসেসিং হতে মোট সময় লাগতে পারে ৩০ থেকে প্রায় ৯০ দিন। অনেক সময় এক মাসের মধ্যেই ইতালির ভিসা পাওয়া যায়।
বিমানে বাংলাদেশ থেকে ইতালি যেতে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগে। ইতালি এবং বাংলাদেশের মধ্যেই সময় পার্থক্য হচ্ছে চার ঘন্টা মনে করুন বাংলাদেশে এখন দুপুর ১২টা বাজছে। তাহলে ইতালিতে এই সময় বিকাল ৪টা। বাংলাদেশ থেকে ইতালি যেতে বিমানে গড়ে 13 ঘন্টা সময় লাগে।
যদি উন্নত মানের ফ্লাইট বুক করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে ইতালি যেতে পারবেন আর যদি নিম্নমানের ফ্লাইট বুক করেন তাহলে সর্বোচ্চ ১৩ ঘণ্টা প্রয়োজন তবে সাধারণত 12 ঘন্টা 40 মিনিট সময় লাগে ইতালি যেতে।
ইতালি যেতে বয়স কত লাগে?
অনেকে ইতালি যেতে চান তবে জানেন না গত বছর বয়সে ইতালি যেতে পারবেন? কারণ 14-15 বছর বয়সী বাচ্চারা চাইলে ইদানিং যেতে পারবেনা ইতালি যাওয়ার জন্য অবশ্যই 18 বছর হতে হবে। বাংলাদেশের
আইন অনুসারে ১৮ বছরের নিচে প্রত্যেকেরই শিশু আর 18 বছর হলে আইডি কার্ড তৈরি করা হয় সেই আইডি কার্ডের সাহায্যে ভিসা তৈরি করতে হবে অতএব সব মিলিয়ে বলা যায় যদি ইতালি যেতে চান তাহলে সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে।
ইতালি থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে?
তারা ইতালি থেকে বিমানে বাংলাদেশে আসতে চাচ্ছেন তারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ইতালি থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে? যদি ইতালি থেকে বাংলাদেশে আসতে চান তাহলে বিমানে প্রায় ১২ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগবে।
তবে এটি নির্ভর করে ফ্লাইটের উপর আপনি যদি উন্নত মানের ফ্লাইটে আসতে চান তাহলে সর্বনিম্ন সময় লাগবে 12 ঘন্টা এবং সর্বোচ্চ সময় লাগতে পারে ৩০ ঘন্টা।
অনেকেই অল্প মূল্যের মধ্যে নিম্নমানের সাইটে আসতে চান সেক্ষেত্রে সেই নিম্নমানের ফ্লাইট গুলোতে অনেক বেশি সময় লাগে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন ইত্যাদি থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে।
ইতালিতে কাজের ভিসার বয়সসীমা কত?
আপনি কি জানেন ইতালিতে কাজের ভিসার বয়স সীমা কত? বাংলাদেশের তুলনায় ইত্যাদি শহর অনেক বেশি পারো এবং ইতালি শহরের জীবন ব্যবস্থাও অনেক বেশি উন্নত সেখানে অনেক বেশি উন্নতি জীবন যাপন করা হয়।
ইতালিতে খুব সহজে প্রচুর ইনকাম করা সম্ভব এজন্য বেশিরভাগ বাঙালিরা এখন ইত্যাদিতে যে কর্মসংস্থান খোঁজার চেষ্টা করেন ইত্যাদি তো কর্মসংস্থানের অভাব নেই কিন্তু বাংলাদেশে কর্মসংস্থানের অভাব প্রচুর এইজন্য বেশিরভাগ বাংলাদেশী নাগরিক ইতালিতে যেয়ে থাকেন কর্মের সন্ধানে।
এখন যারা ইতালিতে কাজের জন্য যেতে চান তাদেরকে জানতে হবে যে ইতালিতে কাজের ভিসার বয়সসীমা কত? ইতালিতে যাওয়ার জন্য সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে এবং একটি পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন দুই বছর হতে হবে। ইতালিতে কাজের ভিসা তৈরি করার জন্য সর্বনিম্ন বয়স ১৮ থেকে সর্বোচ্চ বয়স ৪০ হতে হবে।
ইতালি শহর কয়টি ও কি কি
আপনি কি জানেন ইতালির শহর কয়টি ও কি কি? অনেকেই যারা ইতালিতে যেতে চান তারা জিজ্ঞাসা করেন ইতালিতে কয়টি শহর রয়েছে এবং কি কি। যারা ইতালি যেতে চান তারা দেখে নিন ইতালিতে কয়টি শহর রয়েছে এবং কি কি রয়েছে।
ইতালিতে মোট ৮০ টি এর বেশি শহর রয়েছে। ইতালির সবচেয়ে বড় শহর এর নাম হলো রোম। Rome হল ইতালির রাজধানী এবং সবচেয়ে বড় একটি শহর। নিচে দেখুন ইতালির সবচেয়ে সেরা কয়েকটি শহরের তালিকা দেওয়া হলো।
- Rome
- Turin
- Viterbo
- Frascati
- Latina
- La spezia
- Savoba
- Vercelli
- Alessandria
- Varesa
- Brescia
- Rimini
- Forlu
- Siena
- Pisa
- Assisi
- Perugia
- Umbria
- Marches
- Tuscany
- Emilia Romagna
- Abryzzo
- Laquila
- Pescara
- Messina
- Palermo
- Catania
- Sicily
- Calabria
- Cagliari
- Sassari
- Olbisardinia
- Florence
- Naples
- Bologna
- Venice
- Genoa
- Brindisi
- Palermo
- Milan
এ কয়েকটি শহর খুব বেশি জনপ্রিয় বেশিরভাগ বাংলাদেশী নাগরিকরা এই কয়েকটি শহরের মধ্যে কর্মসংস্থান খোঁজার চেষ্টা করেন কারণ এই শহরগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এখানে কর্মসংস্থানের সংখ্যা অনেক বেশি।
আশা করছি উপরোক্ত আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ইতালিতে কয়টি শহর রয়েছে এবং কি কি ইত্যাদিতে মোট ৮০টি শহর রয়েছে উপরে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি শহরের নাম দেওয়া হল। এবার চলুন আমরা দেখে আসি ইতালির মানুষ কিভাবে কথা বলে?
ইতালির মানুষ কিভাবে কথা বলে?
আপনি কি জানেন ইতালির মানুষ কিভাবে কথা বলে? ইতালির বেশিরভাগ মানুষ তাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে ভালোবাসেন তবে ইতালির প্রধান ভাষা হল ইতালীয় ভাষা যাকে ইংরেজিতে Italian language বলা হয়।
ইতালিয়ান ভাষা জাতীয় ভাষা হলেও তারা আদর্শ ভাষায় কথা না বলে আঞ্চলিক ভাষায় কথা বলেন যেমন কিছু আঞ্চলিক ভাষার নাম হল:- মৌলিসানোম, সিসিলিও, ভেনিসীয়, নেয়াপলিতানীয়, সার্দিনিও।
ইউ এস বাংলা টিকিটের দাম কত?
আপনি কি জানতে চান যে ইউএস বাংলা টিকিটের দাম কত? বর্তমান সময়ে ইউ এস বাংলা টিকিটের ওপর বিশেষ ছাড় চলছে তাই যারা ইউ এস বাংলা টিকিট ক্রয় করতে যাচ্ছেন দেরি না করে দ্রুত ক্রয় করে ফেলুন।
কারণ রেগুলার ইউএস বাংলা টিকিটের দাম প্রায় ছয় হাজার থেকে ৭ হাজার টাকার মধ্যে কিন্তু বর্তমান সময়ে মাত্র ২৬৯৯ টাকার মধ্যে ইউএস-বাংলা টিকিট ক্রয় করতে পারবেন। তাই এই সুযোগ হাতছাড়া না করতে দ্রুত একটি টিকিট ক্রয় করে ফেলুন।
- ইউ এস বাংলা ঢাকা থেকে সৈয়দপুর টিকিটের দাম হল ৭৭০০ টাকা। বর্তমানে ২৬৯৯ টাকায় ইউ এস বাংলার টিকিট পাওয়া যাচ্ছে এই অফারটি লিমিটেড।
- ঢাকা থেকে রাজশাহী ইউএস-বাংলা টিকিটের রেগুলার প্রাইস ৬০০০ টাকা। অফারে ২৬৯৯ টাকায় পাওয়া।
- ঢাকা থেকে বরিশাল ইউএস-বাংলা টিকিটের দাম ৬০০০ টাকা বর্তমানে লিমিটেড অফারে ২৬৯৯ টাকা পাওয়া যাচ্ছে।
প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন ইউএস-বাংলা টিকিটের দাম কত বাংলা টিকিটের দাম ৬০০০ থেকে শুরু করে ৭৭০০ টাকা। বর্তমান সময়, বিশাল অফার চলছে এটি লিমিটেড। তাই দেরি না করে ঝটপট একটি ইউএস বাংলা টিকিট ক্রয় করুন।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক বৃন্দ আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম ইত্যাদি থেকে বাংলাদেশ বিমান ভাড়া কত, বাংলাদেশ থেকে ইতালি বিমান ভাড়া কত, বাংলাদেশ থেকে ইতালি যেতে কত সময় লাগে, বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব কত, ইতালি যেতে বয়স কত লাগে
এবং ইতালির শহর কয়টি ও কি কি পাশাপাশি ইউ এস বাংলা টিকিটের দাম কত ও ইতালির মানুষ কিভাবে কথা বলে সেই সকল বিষয় সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করলাম যারা ইটালি থেকে বাংলাদেশে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ।
ইত্যাদি থেকে বাংলাদেশের বিমানের ভাড়া হলো প্রায় গড়ে ৬০ হাজার টাকা। আর যদি বাংলাদেশ থেকে ইতালি যেতে চান তাহলে বিমান ভাড়া প্রায় ৯২ হাজার টাকা তবে যদি একমাস পূর্বে এতে টিকেট বুক করে রাখেন তাহলে ভাড়া ৫০ হাজার টাকা।
আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এটার থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগবে এবং ভাড়া কত আর ইটালি মানুষ কিভাবে কথা বলে পাশাপাশি কমেন্ট করে অবশ্যই জানাবেন।। আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন।
বাংলা আইটিটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url