ফটো এডিট করার ভালো এপ্স কোনটি? সবচেয়ে সেরা ৮টি অ্যাপ

ছবি এডিট করার apps খুঁজছেন? কোন অ্যাপ্স থেকে মাত্র দুই মিনিটেই সবচেয়ে দুর্দান্ত এডিট করা যাবে? স্মার্টফোনে এখন ফিল্টার ব্যবহার করে যেকোনো ফটো কিংবা ছবি এডিট করা খুবই সহজ। আজকের এই আর্টিকেলে ফটো এডিট করার ভালো এপ্স কোনটি, পিকচার এডিট করার সফটওয়্যার এবং ফটো এডিট করার অ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ছবি এডিট করার apps
এখন ফেসবুকে instagram এ কিংবা অন্যান্য যেকোনো সোশ্যাল মিডিয়া একাউন্টে এডিট করা পিকচার ব্যবহার করা হয়। এই পিকচারগুলো প্রোফাইলের সৌন্দর্যতা বাড়ায়। নরমাল ক্যামেরা দিয়ে ছবি তুলে সেই পিকচারটিকে সুন্দরভাবে এডিট করলে দেখতে অনেক বেশি দুর্দান্ত লাগে। চলুন তাড়াতাড়ি দেখে আসি ফটো এডিট করার ভালো এপ্স কোনটি এবং ছবি এডিট করার apps।

ফটো এডিট করার ভালো এপ্স কোনটি

যেকোন ফটো এডিট করার জন্য কিংবা ছবি পিকচার সুন্দর ফিল্টার সেট করার জন্য সবচেয়ে জনপ্রিয় ৮টি অ্যাপ নিয়ে আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব। এই সফটওয়্যারে অনেক ফাংশন রয়েছে যা আপনার পিকচারগুলোকে আরো সুন্দর ও আকর্ষণীয় দেখাতে সাহায্য করবে। নিচে দেখুন ছবি এডিট করার সবচেয়ে সেরা এপসের তালিকা নিচে দেওয়া হল।
  1. Picsart 
  2. Remini
  3. Lightroom
  4. Snapseed 
  5. Airbrush
  6. Photoshop 
  7. Inshot
  8. Photo editor 
এই আটটি অ্যাপস ফটো এডিট করার জন্য সবচেয়ে সেরা। এই অ্যাপসগুলোতে প্রতিটি টুলস ব্যবহার করা খুবই সহজ। যারা মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই যে কোন পিকচারকে অনেক বেশি এইচডি কালারফুল এবং আকর্ষণীয় করতে চাচ্ছেন তারা উপরের এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন। যে কোন পিকচারে সুন্দরী থেকে ফুটিয়ে তোলার জন্য উপরের এই পিকচার গুলো ব্যবহার করা হয়। 

প্রতিটি নামিদামি ফটোগ্রাফার এবং এডিটররা উপরের এই অ্যাপসগুলো ব্যবহার করেন এবং পিকচারের সৌন্দর্যতাকে ফুটিয়ে তোলেন। Picsart থেকে বিভিন্ন ক্যাটাগরির ফিল্টার পাওয়া যায় এখানে পিকচারের কালার চেঞ্জ করতে পারবেন পিকচারে ব্লুর ব্যবহার করতে পারবেন এবং পিকচারকে আরো বেশি সার্প করতে পারবেন। 

Picsart থেকে ফটো এডিট করুন 

ফটো এডিট করার জন্য সবচেয়ে দুর্দান্ত এবং জনপ্রিয় একটি apps এর নাম হলো Picsart। আসসালামু আলাইকুম প্রিয় পাঠক কিন্তু আশা করছি আপনারা সকলে ভাল আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভাল আছি আজকের এই হার্টের আপনাদের সাথে আলোচনা করব কিভাবে Picsart থেকে সবচেয়ে সহজ উপায়ে পিকচার এডিট করতে পারবেন। 

বর্তমান যুগে এন্ড্রয়েড মোবাইল ফোনে এডিট করার জন্য জনপ্রিয় একটি অ্যাপস এর নাম হলো Picsart। সরাসরি মেইন ক্যামেরা দিয়ে পিকচার তোলার পর সে পিকচারকে এইচডি এবং দুর্দান্ত ফিল্টারের রঙে সাজিয়ে তুলতে Picsart ব্যবহার করতে হবে। নিচে দেখুন Picsart দিয়ে ছবি এডিট করার উপায়। 

Picsart দিয়ে ছবি এডিট 

Picsart এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করুন। Picsart এর দুইটি ভার্সন রয়েছে একটি ফ্রি ভার্সন আরেকটি গোল্ড ভার্শন। গোল্ড ভার্শন ফ্রিতে পাওয়া যায় না। প্রতিটি অ্যাপসের কিছু ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন থাকে। প্রেমিয়াম ভার্সন পেতে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। 
ছবি এডিট করার apps
গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করুন। প্লে স্টোরে ফ্রি ভার্সন পাওয়া যায়। ডাউনলোড করে ইন্সটল করুন। যে পিকচারটি আপনি এডিট করতে চাইছেন সে পিকচারটি বেছে নিন।
ছবি এডিট করার apps
নিচে এমন অসংখ্য টুলস দেখতে পারবেন। এই টুলস গুলো ব্যবহার করার মাধ্যমে পিকচারের সন্দর্যতকে আরও বাড়িয়ে তুলতে পারবেন এবং পিকচারকে আরো রংচঙে ও আকর্ষণীয় করতে পারবেন
ছবি এডিট করার apps
এই টুলস গুলো থেকে পিকচার crop করতে পারবেন। ফটোটি সাইজ করতে পারবেন। পিকচারে করে ভুল ত্রুটি থাকলে সে অংশগুলোকে আলাদা করতে পারবে । ফটোকে আরো enhace করতে পারবেন। Ai enhance, টুষ্টি ব্যবহার করে যে কোন ঝাপসা অথবা অস্পষ্ট ফটোকে আরো ক্লিয়ার করতে পারবেন।
ছবি এডিট করার apps
পাশেই রয়েছে effects টুলস। এখানে বিভিন্ন প্রকার ফিল্টার পাওয়া যায় এই ফিল্টার গুলো ব্যবহার করে ফটো সৌন্দর্যতা আরও বাড়াতে পারবেন। যে কোন ফটোতে ফিল্টার ব্যবহার করলে দেখতে অনেক সুন্দর লাগে। যদি কোন পিক থেকে এইচডি করতে চান তাহলে fx বাটনে ক্লিক করে HDR 1 ফিল্টার ব্যবহার করতে হবে।
পিকচার BLUR করতে অথবা কাস্টমাইজ করতে এই ফিল্টার গুলো ব্যবহার করতে পারবেন। 

Picsart থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। অনেক ফটোর ব্যাকগ্রাউন্ড ভালো থাকে না আমরা অনেকেই ভাবে কিভাবে এই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করব? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি। কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আর অন্য কোন অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন নেই যদি আপনার ফোনে Picsart এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড থাকে।

এই একটি অ্যাপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ফিল্টার ব্যবহার করতে পারবেন পিকচারকে এইচডি করতে পারবেন এবং পিকচারে যে কোন কিছু কাস্টমাইজ করতে পারবেন। সঠিকভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে একটি যেকোনো পিকচারকে আকর্ষণীয় ও hd করতে পারবেন।
ছবি এডিট করার apps
Picsart এই সবচেয়ে দুর্দান্ত একটি টুলস এর নাম হলো remove। এই টুলস ব্যবহার করে পিকচারের যেকোনো অপ্রয়োজনীয় অংশকে কেটে ফেলতে পারবেন। যেমন মনে করেন পিকচারে দুইটি ব্যাকটি রয়েছে। এখন আপনি অপর ব্যক্তিটিকে মুছে ফেলতে চাইছেন তাহলে এই রিমুভ বাটনে ক্লিক করে যে অংশটি কে রিমুভ করতে চাচ্ছেন সে অংশটি কে মার্ক করুন।
ছবি এডিট করার apps
ফটো থেকে যে অংশটিকে আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই অংশটি কে মার্ক করতে হবে। নিচে brush এবং erase নামক দুটি বাটন রয়েছে। Brush বাটন এ ক্লিক করে যে অংশটিকে রিমুভ করতে চান সে অংশটিকে মার্ক করুন। 
ছবি এডিট করার apps
মনে করুন আপনি এই ছবি থেকে ছেলেটিকে রিমুভ করতে যাচ্ছেন তাহলে সেই ছেলেটিকে মার্ক করে remove বাটনে ক্লিক করতে হবে। এবার চলুন আমরা দেখি রিমুভ বাটনে ক্লিক করলে কি হবে?
অংশটির ওপর মার্ক করা ছিল শুধুমাত্র সেই অংশটি ফটো থেকে রিমুভ হয়ে গেছে এভাবে চাইলে যে কোন ছবি থেকে অপ্রয়োজনীয় অংশগুলোকে রিমুভ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি খুবই কার্যকারী। 

Picsart অ্যাপ্লিকেশন থেকে নিজের ইচ্ছা মত যে কোন পিকচারকে কাস্টমাইজ করতে পারবেন এবং এডিট করতে পারবেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন Picsart থেকে ফটো এডিট করার উপায় সম্পর্কে। 

Remini থেকে ছবি এডিট করুন

Remini ছবি এডিট করার জন্য সবচেয়ে দুর্দান্ত অ্যাপসগুলোর মধ্যে একটি। অনেকে জিজ্ঞাসা করেন ছবি এডিট করার apps কোনটি? ছবি এডিট করার সবচেয়ে দুর্দান্ত একটি অ্যাপস হলো রে বিনি এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা যে কোন স্পষ্ট কিংবা ঝাপসা ছবিকে ক্লিয়ার এইচডি ফরমেটে তৈরি করতে পারবেন। বর্তমান সময়ে বেশিরভাগ ছেলেমেয়েরা এখন রেমিনি অ্যাপস ব্যবহার করে পিকচারের সৌন্দর্যতাকে ফুটিয়ে তুলেন।প্লেস্টোর সার্চ করুন Remini। প্রায় ১০০ মিলিয়ন মানুষ এই সফটওয়্যারটি ডাউনলোড করেছেন। 
ছবি এডিট করার apps
এপ্লিকেশনটি ডাউনলোড করা হলে ইন্সটল করে ওপেন করুন। আগে এই সফটওয়্যারটির নাম ছিল photo enhancer। Enhancer বলতে বোঝায় যে কোন পিকচারকে আরো স্পষ্ট এবং ক্লিয়ার করা। যেকোনো পুরনো ছবিকে আরো স্পষ্ট ও প্রাণ উজ্জ্বল করে তুলতে এই সফটওয়ার ব্যবহার করতে হবে।
ছবি এডিট করার apps
Remini ওপেন করলে নিচে এমন কয়েকটি অপসন দেখতে পারবেন। ফটো ক্লিয়ার ও hd করতে প্রথম বাটন enhance এর ওপর ক্লিক করুন। যে ফটো টি এডিট করতে চান গ্যালারি থেকে বেছে নিন।
ছবি এডিট করার apps
Remini এপসের দুইটি ভার্সন রয়েছে একটি ফ্রি ভার্সন আরেকটি প্রিমিয়াম ভার্সন যদি প্রেমিয়াম ভার্সন ক্রয় করে নেন তাহলে অ্যাড ভিডিও দেখার কোন প্রয়োজন নেই। ঝামেলা ছাড়াই যেকোন পিকচারকে enhance ও এডিট করতে পারবেন। কিন্তু যদি প্লে স্টোর থেকে ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে enhance watch an ad বাটনে ক্লিক করে একটি এড ভিডিও দেখতে হবে। 

এড ভিডিও সম্পন্ন হলে পিকচারটি এডিট হয়ে যাবে। এই সফটওয়্যার থেকে অটো এডিট করতে পারবেন শুধুমাত্র ৩০ সেকেন্ডের একটি অ্যাড ভিডিও দেখার মাধ্যমে ৩০ সেকেন্ড এর মধ্যে যেকোনো পিসিকে এডিট করতে পারবেন।

Remini ছাত্র থেকে আগে একদিনে সর্বোচ্চ পাঁচটি পিকচার এডিট করা যেত কিন্তু বর্তমান সময়ে এই সাফল্যটি আপডেট হওয়ার পর থেকে একদিনে চাইলে অসংখ্য পিকচার এডিট করতে পারবেন। বড় বড় প্রফেশনাল এডিটররা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন।

ছবি এডিট করার apps Lightroom

Lightroom একটি শক্তিশালী ফটোগ্রাফি সফটওয়্যার এ সফটওয়্যারটি ব্যবহার করে যে কোন ফটোকে আরো রংচঙে ও দুর্দান্ত ও আকর্ষণীয় করে তোলা সম্ভব। সবচেয়ে দুর্দান্ত এবং কোয়ালিটিক্যাল ফিল্টার পাওয়া যায় Lightroom অ্যাপসে। বিশেষ করে মেয়েদের প্রিয় একটি এডিটিং অ্যাপস হলো Lightroom। এই অ্যাপসটির সাথে সাথে ফিল্টার রয়েছে এবং নিজের ইচ্ছা অনুযায়ী আপনারা পিকচার এডিট করতে পারবেন ও মডিফাই করতে পারবেন। 

বর্তমান সময়ে অয়েলি এডিটিং ট্রেন্ডিং-এ চলছে। Lightroom থেকে কার্টুন এডিট অয়েলি এডিট এবং এইচডি এডিট করতে পারবেন। ২০০৭ সালে প্রথম Lightroom সফটওয়্যারটি প্রতিষ্ঠা হয়েছিল এবং এ সফটওয়্যারটি উদ্বোধন করার মূল উদ্দেশ্য ছিল ছবিকে রংচং-এ ও আরো সুন্দর করে তোলা। 

নামিদামি প্রফেশনাল ফটোগ্রাফারদের সবচেয়ে পছন্দের একটি অ্যাপস হলো লাইটরুম। এই অ্যাপ থেকে যেকোনো পিকচার কি আপনারা দুর্দান্তভাবে এডিট করতে পারবেন। একজন প্রফেশনাল ফটোগ্রাফার কিন্তু শুধুমাত্র একটি সফটওয়্যার এর মাধ্যমে পিকচার কে এডিট করেনা বরং সেই দুই থেকে তিনটি সফটওয়্যার এর মাধ্যমে একটি পিকচার কে সম্পন্ন করে তোলেন। 

ছবি এডিট করার apps Snapseed

একটি পিকচার কে প্রথমেই এডিট করার পূর্বে Snapseed এর মাধ্যমে তৈরি করতে হয়।  Snapseed থেকে দুর্দান্ত ফিল্টার পাওয়া যায়।  Snapseed থেকে যে কোন পিকচারকে এইচডি করতে পারবেন। মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই পিকচারকে এইচডি ফরমেটে তৈরি করার জন্য Snapseed সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

যদি picsart থেকে এডিট করার মত প্রয়োজনীয় সময় না থাকে তাহলে ঝটপট Snapseed থেকে পিকচার এডিট করতে পারবেন। একজন প্রফেশনাল ফটোগ্রাফার পিকচারে প্রথম টাচ দেন Snapseed এর মাধ্যমে। পিকচারকে আরো কালারফুল করতে এবং পিকচার কে enhance করতে Snapseed ব্যবহার করা হয়। এছাড়াও যেকোনো ফটোকে আরো সার্প ও আকর্ষণীয় দেখাতে Snapseed ব্যবহার করা হয়।

ছবি এডিট করার apps Airbrush

যেকোনো ছবিকে এডিট করতে Airbrush ব্যবহার করা হয় এটি একটি শক্তিশালী এডিটিং সফটওয়্যার যা যেকোনো ছবিকে সহজেই এইচডি ফরমেটে তৈরি করতে পারে। যারা ঝটপট মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে একটি ফিল্টার ব্যবহার করে পিসিকে সুন্দর করতে চাচ্ছেন তাদের জন্য Airbrush এ সফটওয়্যারটি।

এডিটিং জগতে এই দুইটি অপশন রয়েছে, ১) manually editing, ২) auto filter editing। যদি ম্যানুয়ালি এডিট করেন তাহলে নিজের ইচ্ছামত কাস্টমার করতে পারবেন এবং এডিট করতে পারবেন আর যদি হাতে বেশি সময় না থাকে তাহলে ওটো ফিল্টার এডিটিং করতে পারেন। Airbrush সফটওয়্যারে বিভিন্ন ক্যাটাগরির ফিল্টার দেওয়া রয়েছে এই ফিল্টার গুলো ব্যবহার করে পিকচারকে আরো রংচঙে ও আকর্ষণীয় করে তোলা যায়।

গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে যে পিকচারটি আপনি এডিট করতে চাচ্ছেন এসে পিকচারটি বেছে নিন তারপর নিজের পছন্দ অনুসারে একটি টোন বেছে নিতে হবে এবং পছন্দমত পিকচারের উজ্জ্বলতা হ্রাস বৃদ্ধি করতে হবে। যদি পিকচারকে অনেক বেশি স্মার্ট করতে চান 

তাহলে স্মুথ টুলসে ক্লিক করে ৮০-৯০% পিকচারে স্মুথ করতে পারবেন। Airbrush এ সফটওয়্যারটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সফটওয়্যারটি প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হলো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সবচেয়ে দুর্দান্ত পাওয়ারফুল এডিট টুলস প্রদান করা।

ছবি এডিট করার apps Photoshop 

এডিটিং জগতের প্রত্যেকের নিশ্চয়ই Photoshop এই নামটির সাথে পরিচিত রয়েছেন। Adobe Photoshop এমন একটি সফটওয়্যার এর নাম যা বড় বড় খ্যাতি অর্জনকারী প্রফেশনাল এডিটররা ব্যবহার করেন। Photoshop পিসি এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উভয় ডিভাইসে ব্যবহার করতে পারবেন। পিসিতে ফটো শপ টুলস ব্যবহার করে প্রফেশনাল এডিটিং করতে পারবেন। 

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ফটোশপ অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের তুলনায় পিসিতে ফটোস ব্যবহার করে পিকচার আরো বেশি সুন্দর করতে পারবেন। শুধুমাত্র প্রফেশনাল ফটোগ্রাফার এবং এডিটর ব্যক্তিরা এই ফটোশপ টুলস পিসিতে ব্যবহার করেন। Ps cc সফটওয়্যার ব্যবহার করে যেকোনো পিকচার কে এডিট করতে পারবেন। 

লিরিক্স ডিজাইন করতে পারবেন। ফন্ট ডিজাইন করতে পারবেন। Photoshop অথবা ps cc থেকে বুক কভার এডিটিং সহ টি শার্ট ডিজাইন করতে পারবেন। গ্রাফিক ডিজাইনাররা এই ফটোশপ অথবা ps cc সফটওয়্যার ব্যবহার করে থাকেন। পিসিতে এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে কোন টুলস এর কি কাজ। 

যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ছবি এডিট করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে adobe Photoshop ডাউনলোড করুন। কোন ঝামেলা ছাড়াই কয়েকটি ফিল্টার ব্যবহার করে প্রফেশনাল ফটোগ্রাফার এবং এডিটরদের মত ছবিকে এডিট করতে পারবেন। 

ছবি এডিট করার apps Inshot

ফটো এডিটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার গুলোর মধ্যে সবচেয়ে নতুন একটি সফটওয়্যার হল Inshot। এই সফটওয়্যারটি থেকে পিকচারের পাশাপাশি ভিডিও এডিটিং করতে পারবেন। যেকোন ভিডিওতে ফিল্টার এড করতে পারবেন ছবিতে ফিল্টার অ্যাড করতে পারবেন এবং ছবিকে আরও এইচডি ফরমেট তৈরি করতে পারবেন।

এই অ্যাপসে আপনি পেয়েছেন বিভিন্ন ক্যাটাগরির ফিল্টার যা আপনার ফটোকে আরো সুন্দর করতে সাহায্য করবে। ফটোতে টেক্সট এডিটিং করতে পারবেন। ফটোকে enhance করতে পারবেন পাশাপাশি বিভিন্ন টুলস ব্যবহার করে ছবির সৌন্দর্যকে বৃদ্ধি করতে পারবেন। Inshot সবচেয়ে জনপ্রিয় এডিটিং অ্যাপস এর মধ্যে একটি নামিদামি প্রফেশনাল ফটোগ্রাফাররা এই সফটওয়্যারটি ব্যবহার করেন এবং সবাইকে এডিট করেন।

ছবি এডিট করার apps Photo editor 

গুগল প্লে স্টোরে খুব সহজে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। এটি একটি ফ্রি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপে বিভিন্ন ক্যাটাগরি ফিল্টার দেওয়া রয়েছে যারা কোন প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট 2 মিনিটের মধ্যে যেকোনো ফটোকে এডিট করতে চাচ্ছেন তারা এই ফটো এডিটর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন।

ম্যানুয়াল এডিটিং করতে চাইলে picsart অথবা ফটোশপ ব্যবহার করতে পারেন আর যদি অটো এডিট করতে চান তাহলে ফটো এডিটর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। প্রফেশনাল সুনাম খ্যাতি অর্জনকারী এডিটরদের তৈরি কিছু ফিল্টার দেওয়া রয়েছে এই ফিল্টার গুলো যেগুলো ছবিতে ব্যবহার করলে ছবি সৌন্দর্যতা আরও ১০ থেকে ১২ গুণ বেড়ে যাবে।

ভালো এডিট করার সফটওয়্যার

আপনি কি ভালো এডিট করার সফটওয়্যার অথবা apps খুঁজছেন? Android মোবাইলের তো নাই পিসিতে কিংবা ল্যাপটপ এ সবচেয়ে ভালো পিকচার এডিট করা যায়। ছবি হোক কিংবা ভিডিও যদি সবচেয়ে ভালোভাবে এডিট করতে চান তাহলে ল্যাপটপ কিংবা পিসি ব্যবহার করতে হবে। ল্যাপটপের ফটোশপ টুলস ব্যবহার করে যে কোন ভিডিও কিংবা ছবিকে সবচেয়ে সুন্দর ভাবে এডিট করা সম্ভব। 

মূলত প্রফেশনাল ফটোগ্রাফাররা এই ফটোশপ ব্যবহার করে ছবি এডিট করেন। যদি বাসায় বেকার বসে থাকেন এবং ইনকামের কোন উপায় খুঁজে পেতে চান তাহলে ফটো এডিটিং এর কাজ শুরু করতে পারেন বাসায় একটি ল্যাপটপ বা পিসি থাকলে ফটোশপ নিউজ ব্যবহার করে পিকচার এডিট করে বিক্রি করতে পারবেন। 

বর্তমান সময়ে পিকচার এডিট এর চাহিদা অনেক বেশি। এখন প্রযুক্তি উন্নত হয়েছে প্রযুক্তির উন্নতির সাথে সাথে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা বাড়ছে। ফেসবুকে মূলত এডিট করা পিকচার গুলো ব্যবহার করা হয় তাই আপনি যদি ঘরে বেকার না বসে থেকে ইনকাম করতে চান তাহলে ফটোশপ টুলস ব্যবহার করা শিখুন। 

অ্যান্ড্রয়েড মোবাইলে এডিট করার জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার এর নাম হল picsart। picsart একটি জনপ্রিয় android editing app যা যেকোনো ধরনের পিক এডিট করতে পারে। ছবি থেকে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিতে পারবেন ছবিকে এইচডি ফরমেটে তৈরি করতে পারবেন ছবি থেকে নয়েজ রিমুভ করতে পারবেন। এছাড়াও এখন গুগল আই ব্যবহার করে ছবিকে আরও উন্নতমানের করা যায়। 

লেখকের শেষ কথা 

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করলাম ছবি এডিট করার apps, পিকচার এডিট করার সফটওয়্যার এবং ফটো এডিট করার ভালো এপ্স কোনটি? সবচেয়ে সেরা ৮টি অ্যাপ। অনেকেই জিজ্ঞাসা করেন অনলাইনে কিভাবে ছবি এডিট করতে হয় ছবি এডিট করার সবচেয়ে ভালো সফটওয়্যার এর নাম কি? 

অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এই ছবি এডিট করা যায় এমন আটটি সফটওয়্যার এর নাম সম্পর্কে আলোচনা করলাম এই অ্যাপটি সফটওয়্যার নামিদামি প্রফেশনাল এডিটররা এবং ফটোগ্রাফাররা ব্যবহার করে থাকেন। বর্তমান সময়ে এডিট করা ছবি আমরা প্রত্যেকে পছন্দ করি। 

যে কোন ব্যক্তির ছবিকে এডিট করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে বর্তমান সময়ে টিক টক এডিট করা ভিডিও পাবলিশ করে দ্রুত ইনকাম শুরু করা যায়। যে যত বেশি ভালো এডিট পারে তার ইনকাম তত বেশি এজন্য প্রথমে আপনাকে এডিট করা জানতে হবে যদি আপনি এডিট করতে চান তাহলে ওপেনের অ্যাপস গুলো ডাউনলোড করুন এবং এডিট করা শুরু করুন। 
ওপরে আর টি অ্যাপস সম্পর্কে আলোচনা করেছি সেখানে ম্যানুয়াল এডিট এবং অটো এডিট সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। যদি ম্যানুয়াল এডিট করতে চান তাহলে picsart সফ্টওয়ার ব্যবহার করতে পারেন এটি ম্যানুয়াল এডিট করার জন্য সবচেয়ে দুর্দান্ত এবং জনপ্রিয় সফটওয়্যার এর মধ্যে একটি। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এডিট করার জন্য সবচেয়ে সেরা একটি অ্যাপ হল picsart। 

আশা করছি আপনারা সকলে আজকের এই আর্টিকেলের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে কোন অ্যাপ থেকে এডিট করতে হয়। picsart থেকে এডিট করার প্রতিটি টুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। আর যদি আপনারা picsart এর প্রেমিয়াম ভার্সন পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা আইটিটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url