অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র বাংলায় এবং ইংরেজিতে

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র বাংলায় এবং ইংরেজিতে খুঁজছেন? তাহলে আপনার খোঁজাখুঁজি এখানেই শেষ হচ্ছে। অসুস্থ থাকাকালীন অবস্থায় পরীক্ষাতে অংশগ্রহণ করা সম্ভব হয় না। এই মুহূর্তে একটি আবেদনপত্র জমা দেওয়া খুবই জরুরী। তাই আজকের এই আর্টিকেলে শেয়ার করব। অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র বাংলায় এবং ইংরেজিতে, অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র এবং ছুটি মঞ্জুরের জন্য আবেদনপত্র। 
অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র
আজকের এই আর্টিকেলের মাধ্যমে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র বাংলায় এবং ইংরেজিতে তৈরি করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি নবম শ্রেণী অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আবেদন পত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 

পেজ সূচিপত্র :অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র বাংলায় এবং ইংরেজিতে

         ভূমিকা         

আবেদনপত্র তৈরি করা নিয়ম খুবই সহজ যদি সঠিকভাবে আবেদনপত্র লিখা হয় তাহলে যার কাছে জমা দিতে চলেছেন সে অবশ্যই আপনাকে ছুটি দিতে বাধ্য। যদি একটি আবেদনপত্র সুন্দরভাবে গুছিয়ে লেখা হয় তাহলে যার কাছে লিখছেন সে অবশ্যই আপনার সমস্যা থেকে বুঝবে এবং আপনার সমস্যার কথা বিবেচনা করে আপনাকে ছুটি দিতে বাধ্য হবে। ছুটির জন্য আবেদন পত্র তৈরি করতে নিচে দেখে নিন অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র বাংলায়। 

অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র বাংলায়

অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র বাংলায় এবং ইংরেজিতে উভয় নিয়মে শেয়ার করা হবে। অসুস্থ থাকাকালীন সময়ে কোন ভাবেই পরীক্ষাতে উপস্থিত থাকা সম্ভব হয় না বিশেষ করে স্কুলে কিংবা কলেজে থাকাকালীন সময় যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে এই আবেদন পত্রটি জমা দিয়ে বাসায় চলে আসতে পারবেন নিচে দেখে নিন অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র দেওয়া রয়েছে।

তারিখ : ২৭/১১/২৪
বরাবর 
প্রধান শিক্ষক 
সরকারি মহিলা কলেজ তানোর 
তানোর 
বিষয়: গুরুতর অসুস্থতার কারণে ছুটির আবেদন পত্র 
জনাব 
বিনীত নিবেদন এই যে আমি আপনার স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি। সারদা ক্লাসে সঠিক নামে উপস্থিত থাকে এবং প্রতিটি পরা সঠিক সময়ে শিক্ষকদের নিকট জমা দেই। কিন্তু আজ দুপুর দুইটাই টিফিনের সময় হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি এবং এই অবস্থায় আমার পক্ষে কোনভাবেই ক্লাসে উপস্থিত থাকা এবং ক্লাস চালিয়ে যাওয়া সম্ভব নয়। 

অতএব জনাবের নিকট আমার বিনীত আবেদন এই যে আমাকে আজকের আগামী ক্লাস গুলোর জন্য ছুটি প্রদান করে বাধিত করুন।
আপনার স্কুলের বাধ্যবাধকত ছাত্র
আসিফ আহসান
রোল ৮
যদি ক্লাস চলাকালীন সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাহলে ওপরের এই আবেদন পত্রটি জমা দিয়ে বাসায় ছুটি নিয়ে আসতে পারবেন। আর যদি অসুস্থতার জন্য স্কুলে তিন/ চার দিনের ছুটি আশা করেন তাহলে নিচের আবেদন পত্রটি ব্যবহার করতে পারেন। 

তারিখ : ৫/১১/২৪
বরাবর 
প্রধান শিক্ষক 
খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজ
রাজশাহী 
বিষয়: অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র 
জনাব 
সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থীর আমি প্রতিদিন ক্লাসের সঠিক সময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং প্রতিটি ক্লাস যথাসময়ে সম্পন্ন করে শিক্ষকদের নিকট প্রতিটি পড়া সঠিক সময় উপস্থাপন করার চেষ্টা করি। আমি গ্রুপের অসুস্থতা কিংবা গুরুতর সমস্যা ছাড়া কখনো ক্লাসে অনুপস্থিত থাকিনা। 

আমি কত বছর নবম শ্রেণীতে জিপিএ ৫ অর্জন করে দশম শ্রেণীতে ভর্তি হয়েছি। কিন্তু গত ৩/১১/২৪ তারিখে ক্লাস শেষে বাসায় ফিরে যাওয়ার পর থেকে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি চিকিৎসক আমাকে এই অবস্থায় বাসায় বিশ্রাম করতে বলেছেন। আমার পক্ষে এই অবস্থায় আগামীকাল ক্লাসে অনুপস্থিত থাকে কোনভাবেই সম্ভব নয়।

অতএব জনাবের নিকট আমার বিনীত আবেদন এই যে আমাকে আগামী এক সপ্তাহ ৫/১১/২৪ থেকে ১৩/১১/২৪ তারিখ পর্যন্ত ছুটি প্রদান করে বাধিত করুন। আশা করছি আপনি আমার অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে ছুটি প্রদান করবেন।
আপনার বিদ্যালয়ের নিয়মিত একজন ছাত্র 

তানিয়া শিকদার 
ক্লাস দশম
বিভাগ বিজ্ঞান
রোল নো ০২
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যদি এই নিয়মে একটি আবেদনপত্র তৈরি করেন তাহলে প্রধান শিক্ষক আপনাকে ছুটি প্রদান করতে বাধ্য। সুন্দরভাবে গুছিয়ে একটি আবেদন পত্র তৈরি করলে শিক্ষকরা ছুটি দিতে বাধ্য হবে। আবেদন পত্রের শুরুতেই সুন্দর অ্যাট্রাক্টিভ ভাবে লিখতে হবে। আবেদনপত্র লেখার শুরুতে লেখা কাটাকাটি করা যাবে না এবং যতটা সম্ভব স্পষ্ট ভাষায় লিখতে হবে। 

ওপরের এই কয়েকটি নিয়ম অনুসারে আবেদন পত্র লিখলে অবশ্যই শিক্ষক আপনার সমস্যার কথা বিবেচনা করে ছুটি প্রদান করবে। এবার চলুন ঝটপট দেখে নেওয়া যাক মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

আপনি কি আপনার মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র তৈরি করতে চান?তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন বাসায় যে কোন সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের যত্ন নেওয়া খুবই জরুরী সেক্ষেত্রে যদি সে সদস্যটি আপনার মা হয়ে থাকে তাহলে তো কোন প্রশ্নই নেই। 

এই সময় তার পাশে থাকতে হবে এবং যত্ন নিতে হবে। মায়ের অসুস্থ থাকা অবস্থায় ক্লাসে উপস্থিত থাকা একটু কষ্ট করে তাই মায়ের অসুস্থতার জন্য আবেদন পত্র নিচে দেখে নিন এই অনুসারে একটি আবেদন পত্র তৈরি করলে অবশ্যই শিক্ষক আপনাকে ছুটি প্রদান করতে বাধ্য হবে।
তারিখ: ২৭/১১/২৪
বরাবর 
প্রধান শিক্ষক 
আদর্শ স্কুল এন্ড কলেজ, রাজশাহী
রাজশাহী
বিষয়: অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র 
জনাব 
সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি গত বছর অষ্টম শ্রেণীতে জিপিএ ফাইভ এ উত্তীর্ণ হয়েছে এবং নবম শ্রেণীতে ভর্তি হয়েছি। আমি প্রতিদিন যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি এবং প্রতিটি ক্লাস সঠিকভাবে সম্পন্ন করি ক্লাসে শিক্ষকদের সম্মান করি এবং তাদের দেওয়া পড়াগুলো বাসায় কমপ্লিট করে তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। 

তবে গত ২৫/১১/২৪ তারিখ থেকে বাসায় আমার আম্মু গুরুতর রোগে আক্রান্ত হয়ে পড়েছে এবং এই অবস্থায় আম্মুকে চিকিৎসক বাসায় বিশ্রাম করতে বলেছেন। এই অবস্থায় বাসায় বিভিন্ন কাজ রয়েছে যা আম্মুর পক্ষে করা সম্ভব নয় এই সময় বাসার সমস্ত কার্যক্রম আমাকে সম্পন্ন করতে হবে এবং এই অবস্থায় আম্মুর যথাসময়ে যত্নের প্রয়োজন রয়েছে। 
 
চিকিৎসক বলেছে যথাসময়ে আম্মুকে ঔষধ দিতে এবং খাবার সেবন করাতে। তাই এই সময়টুকু বাসায় একটু ব্যস্ততার কারণে ক্লাসে উপস্থিত থাকা সম্ভব নয়। আগামী এক সপ্তাহ পর্যন্ত স্কুলে ছুটি মার্জনা করছি। 

অতএব জনাবের নিকট আমার বিনীত আবেদন এই যে আমাকে আগামী সপ্তাহ পর্যন্ত ছুটি প্রদান করে বাধিত করুন আমি আশা করছি আমার সমস্যার কথা বিবেচনা করে আপনি ছুটি প্রদান করবেন। 
আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্রী 
আনিকা তাবাসসুম 
ক্লাস নবম 
রোল ১০
প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওপরের এই নিয়মে একটি আবেদন পত্র তৈরি করলে প্রধান শিক্ষক আপনাদেরকে ছুটি প্রদান করতে বাধ্য হবে। শিক্ষার্থীদের নানান জটিলতা এবং সমস্যার কথা বিবেচনা করায় শিক্ষকদের দায়িত্ব। শিক্ষকরা মাতা পিতা সমতুল্য হয়ে থাকেন তারা তাদের শিক্ষার্থীদের সন্তান সমতুল্য মনে করেন এবং তাদের ভালো-মন্দর দিকে বিবেচনা করেন। 

তাই এভাবে সাজিয়ে গুছিয়ে একটি আবেদন পত্র তৈরি করলে শিক্ষক অবশ্যই ছুটি প্রদান করতে বাধ্য হবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ছুটির জন্য আবেদন পত্র সম্পর্কে। এবার চলুন দেখে আসি ছুটির আবেদন পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে।। 

ছুটির আবেদন পত্র তৈরি করার নিয়ম 

আপনি কি ছুটির আবেদনপত্র তৈরি করার নিয়ম সম্পর্কে জানতে চান? কিভাবে ছুটির আবেদন পত্র তৈরি করতে হয় ছুটির আবেদন পত্র তৈরি করার কে নির্ধারিত কোন নিয়ম রয়েছে? না যেভাবে আবেদনপত্র তৈরি করতে হয় ঠিক একই নিয়মে ছুটির আবেদন পত্র তৈরি করতে হবে তবে আবেদনপত্র অবশ্যই সাজিয়ে গুছিয়ে লিখতে হবে পাশাপাশি আবেদনপত্র অতিরিক্ত জটিল এবং বড় করা যাবে না।

আবেদন পত্র রেখা নিয়ম একই শুধুমাত্র বিষয়ে আলাদা থাকে। যেমন ছুটির জন্য আবেদন পত্র, ক্যান্টিনের জন্য আবেদন পত্র। অর্থাৎ শুধুমাত্র বিষয় পরিবর্তিত থাকবে তাছাড়া বাকি সমস্ত নিয়ম একই থাকবে। নিচে দেখে নিন ছুটির আবেদন পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। 
তারিখ: ১১/১১/২৪ (যে দিন আবেদনপত্র তৈরি করবেন সেই তারিখ)
বরাবর
প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ
খাদেমুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ রাজশাহী (স্কুলের নাম) 
রাজশাহী (নিজ জেলার নাম)

জনাব 
সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন দশম শ্রেণীর (নিজ শ্রেনী) একজন শিক্ষার্থী। আমি গত বছর নবম শ্রেণীতে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়ে দশম শ্রেণীতে ভর্তি হয়েছি এবং আমি যথা সময়ে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি প্রতিদিন ক্লাসে শিক্ষকদের নিকট প্রতিটি পড়া উপস্থাপন করি। 

আমি শিক্ষকদের যথাযথ সম্মান করি এবং তাদের প্রতিটি আদেশ মেনে চলার চেষ্টা করি। তবে গত ০৯/১১/২৪ তারিখ থেকে ক্লাস শেষে বাসায় ফিরে হঠাৎ গুরুতর জ্বরে আক্রান্ত হয়ে পড়ি এবং এই অবস্থায় আমার পক্ষে কোনভাবেই স্কুলে যাওয়া সম্ভব নয়। শিক্ষক আমাকে বাসায় থাকতে বলেছেন এবং যথা সময়ে ঔষধ গ্রহণ করতে বলেছেন। 

অতএব জানাবেন নিকট বিনীত আবেদন এই যে আমাকে আগামী ৫ দিন (প্রয়োজনীয় ছুটির দিন) এর জন্য ছুটি প্রদান করে বাধিত করুন আমি আশা করছি আপনি আমার অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে আগামী পাঁচ দিনের জন্য ছুটি দিয়ে বাধিত করবেন। 
আপনার বিদ্যালয়ের নিয়মিত একজন ছাত্র 
আসিফ মাহমুদ (শিক্ষার্থীর নাম)
রোল ০৩ (নিজ রোল)

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি আবেদন পত্র তৈরি করতে হয়। আবেদন পত্র তৈরি করা খুবই সহজ। ওপরের এই নিয়ম অনুসারে যেকোনো বিষয় নিয়ে আবেদন পত্র তৈরি করতে পারবেন যেমন উপরে ছুটির আবেদন পত্র নিয়ে আলোচনা করলাম আপনি চাইলে সেখানে স্কুলে ক্যান্টিনের জন্য আবেদন পত্র তৈরি করতে পারবেন কিংবা আরো অন্যান্য বিষয় নিয়ে আবেদন পত্র তৈরি করতে পারবেন। 

অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র

আপনি কি অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র তৈরি করতে চান? অসুস্থ থাকাকালীন সময়ে কোনভাবে অফিসে যাওয়া সম্ভব নয় এবং অফিসে যথাযথভাবে কাজ করা সম্ভব না কারন অসুস্থ থাকাকালীন সময়ে আমাদের কোনো কাজে মন বসে না এবং সবসময় বিশ্রাম করতে মন চায়। 

অসুস্থতা মানুষ চাইলে দূর করতে পারে না। তাই অসুস্থ তৎকালীন সময় একজন ব্যক্তির পক্ষে কোনোভাবেই কাজ করা সম্ভব নয় তাই যদি অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র তৈরি করতে চান তাহলে নিচে দেখে নিন আবেদন পত্রটি দেওয়া রয়েছে। 
তারিখ: ০৯/১২/২৪
বরাবর 
প্রধান এডমিন (যার নিকট আবেদন পত্র তৈরি করতে ইচ্ছুক)
ইসলামী ব্যাংক ঢাকা (নিজ প্রতিষ্ঠানের নাম) 
বিষয়: অসুস্থতার জন্য অফিসের ছুটির আবেদন পত্র 
এডমিন

সবিনয়ে বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন কর্মচারী। আমি প্রতিদিন যথা সময়ে অফিসে উপস্থিত থাকি। অফিসের প্রতিটি কাজ যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করি। তবে গত ৮/১২/২৪ তারিখ থেকে হঠাৎ ১০৩ ডিগ্রি জ্বরে আক্রান্ত হয়ে পড়ি। এবং এই অবস্থায় আমার প্রতি কোনোভাবেই অফিসে উপস্থিত থাকা সম্ভব নয় এবং কাজে নিয়োজিত থাকা সম্ভব নয়। এই অবস্থায় চিকিৎসক আমাকে যথাসময়ে ঔষধ সেবন করতে বলেছেন এবং বাসায় বিশ্রাম করতে বলেছেন। 

অতএব সবিনয় অ্যাডমিন এর নিকট আমার বিনীত আবেদন এই যে আমাকে আগামী এক সপ্তাহের জন্য ছুটি প্রদান করে বাধিত করুন। শরীর সুস্থ হওয়া মাত্রই আমি যত দ্রুত সম্ভব অফিসে উপস্থিত থাকার চেষ্টা করব। 
আপনার প্রতিষ্ঠানের একজন কর্মচারী 
আসিফ আহমেদ
যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে দ্রুত এভাবে একটি আবেদনপত্র তৈরি করে অফিসের জমা দিতে পারবেন তাহলে ম্যানেজার অথবা প্রধান এডমিন অবশ্যই আপনাকে ছুটি দিতে বাধ্য হবে। অসুস্থতা আমাদের নিয়ন্ত্রণে নেই এবং  অসুস্থ থাকাকালীন সময় কোনভাবে কাজে নিয়োজিত থাকা সম্ভব নয় তাই আশা করছি ওপরে নিয়মে একটি আবেদনপত্র তৈরি করে খুব সহজে আপনারা ছুটি নিতে পারবেন। 

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র ক্লাস ৪

ক্লাস ৪ এ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন ক্লাস ৪ এর শিক্ষার্থীদের অসুস্থতায় ছুটির জন্য আবেদন পত্র তৈরি করার কোন প্রয়োজন হয় না কারণ ছোট বাচ্চাদের প্রতি এমন কোন করাকরি রুলস দেওয়া হয় না কিন্তু যদি করে অনেক বেশি করাকরি রুলস দেওয়া থাকে তাহলে ছুটির জন্য আবেদন পত্র তৈরি করতে হবে নিচে দেখে নিন অসুস্থতায় ছুটির জন্য আবেদনপত্র দেওয়া রয়েছে।

তারিখ: ১২/১২/২৪
বরাবর 
প্রধান শিক্ষক 
কাজিরহাটা স্কুল এন্ড কলেজ, তানোর
বিষয়: অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র 
জনাব 
সবিনয়ে বিনীত আবেদন এই যে আমি আপনাদের কাজির হাটা স্কুল এন্ড কলেজ এর একজন নিয়মিত শিক্ষার্থী আমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি এবং প্রতিটি ক্লাসে শিক্ষকদের নিকট প্রতিটি পড়ার সময়মতো উপস্থাপন করি। আমি গত বছর জিপিএ ফাইভে উত্তীর্ণ হয়েছি এবং ক্লাস ৪ এ ভর্তি হয়েছি। 

গত রাত থেকে আমি হঠাৎ গুরুতর রোগে আক্রান্ত হয়ে পড়ি এবং এই অবস্থায় আমার পক্ষে স্কুলে উপস্থিত থাকা এবং ক্লাস করা কোনভাবেই সম্ভব হচ্ছে না চিকিৎসক আমাকে বলেছেন যথাসময়ে প্রতিটি ঔষধ সেবন করতে এবং বাসায় বিশ্রাম করতে। 

অতএব জনাবের নিকট আমার একটি মাত্র আবেদন এই যে আমাকে সুস্থ না হওয়া পর্যন্ত ছুটি প্রদান করে বাধিত করুন। আমি আশা করব আপনি আমার অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে সুস্থতা অর্জন না করা পর্যন্ত ছুটি প্রদান করবেন। 
আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্রী 
আনিসা আঞ্জানা 

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যদি এভাবে একটি আবেদন পত্র তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ আপনাদেরকে ছুটি প্রদান করতে বাধিত হবে কারণ যখন এটি আবেদন পত্র গুছিয়ে সুন্দরভাবে লিখা হবে তখন সে শিক্ষক আপনাকে ছুটি প্রদান করবেই। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আবেদনপত্র তৈরি করতে হয় এবার চলুন দেখে আসি কলেজে অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র  ইংরেজিতে।

কলেজে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র ইংরেজিতে

আপনি কি কলেজে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র ইংরেজিতে তৈরি করার নিয়ম সম্পর্কে জানতে চান? ওপরে আমরা দেখলাম কিভাবে আবেদন পত্র তৈরি করতে হয় এবং বাংলায় ছুটির আবেদন পত্র । তবে বাংলাতে আবেদনপত্র তৈরি করার পাশাপাশি আপনাকে জানতে হবে ইংরেজিতে আবেদন পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে ।

বাংলা মাতৃভাষা হলেও ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা তাই আমাদের প্রত্যেকে ইন্টারন্যাশনাল ভাষা সম্পর্কে জানতে হবে। ইংরেজি ভাষার গুরুত্ব সম্পর্কে আমার প্রত্যেকেই জানি। এটি হল ইন্টারন্যাশনাল ভাষা এবং যে কোন দেশের মানুষের সাথে যোগাযোগ করার জন্য একটি মাত্র মাধ্যম হল ইংরেজি ভাষা। তাই নিচে দেখে নিন কলেজে অসুস্থতার জন্য আবেদন পত্র ইংরেজিতে।

Date: 27/12/24
To
The principle 
Khadimul Islam girls school and college, Rajshahi 
Subject: application for leave of absence 
Respected sir,
With due respect, it is to inform you that I am Asif Muhammad student of your college in class 1st year (HSC 1st year). I try to attend classes on time every day and complete every class properly. I always respect the teachers and present to them like every reading time. 

But since yesterday suddenly I am suffering from fever of 103 degrees and in this condition it is not possible for me to attend the class or even to attend school.In this condition, the doctor told us to take the medicine on time and to rest at home, it is not possible for me to go to class in this condition.

So my humble request to the reply is to kindly grant me leave for next five days I hope you will grant me leave for next five days considering my illness.
Your sincerely 
Asif Muhammad 

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যদি এভাবে একটি আবেদন পত্র তৈরি করেন তাহলে কখনোই কোন প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ আপনার আমাদের পদ্ধতি ক্যান্সেল করবে না সে অবশ্যই আপনাকে ছুটি প্রদান করতে বাধ্য হবে।। একটি আবেদন পত্র যদি গুছিয়ে রাখা হয় তাহলে শিক্ষকরা বাধ্য থাকে সে আবেদনপত্রের রিপ্লে দিতে। 

লেখক এর শেষ কথা 

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই আর্টিকেলে আমরা দেখলাম অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র তৈরি করার নিয়ম, অসুস্থতার কারণে জন্য ছুটির আবেদন পত্র, অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র এবং আবেদনপত্র বাংলায় এবং ইংরেজিতে লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। 

আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের পত্র তৈরি করার নিয়ম কি এবং স্কুলে অথবা কলেজে ছুটির জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম কি। যারা ছুটির জন্য আবেদন পত্র তৈরি করতে চান কিন্তু বুঝতে পারছনা কিভাবে আবেদন পত্র তৈরি করলে শিক্ষকরা সেই আবেদন পত্র মঞ্জুর করবে তাহলে উপরে দেখে নিন।

আজকের এই আর্টিকেলে আমরা ছুটির আবেদন পত্র তৈরি করার নিয়ম এবং আবেদনপত্র কিভাবে লিখলে শিক্ষকরা মঞ্জুর করতে বাধ্য হবেন সে উপায়গুলো শেয়ার করলাম আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়েছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে একটি আবেদন পত্র তৈরি করতে হয়। 

উপরের এই নিয়ম অনুসরণ করলে একটি মাত্র আবেদন পত্র থেকে কয়েকটি আবেদনপত্র তৈরি করতে পারবেন আজকের এই আর্টিকেলটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ। এমন শিক্ষা বিষয়ক আরো নতুন নতুন পোস্ট পেতে এই ওয়েবসাইটের শিক্ষা ক্যাটাগরি ঘুরে দেখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা আইটিটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url